নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
প্রয়াত চিত্র সাংবাদিক মিসবাহ-উল হকের স্ত্রীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। বৃহস্পতিবার মালদহ জেলার প্রশাসনিক ভবনের সমাজ কল্যাণ দফতরের আধিকারিক অরিন্দম ভাদুড়ি প্রয়াত ওই চিত্র সাংবাদিকের স্ত্রী আয়েশা বিবি’র হাতে এই নিয়োগপত্র তুলে দেন।
আয়েশা বিবিকে মালদহে সমাজকল্যাণ দফতরের অধীন সরকারি হোমে অস্থায়ী পদে নিয়োগ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় খুশি চিত্র সাংবাদিকের পরিবার।
আয়েশা বিবি বলেন, এটা সম্ভব হয়েছে মালদহ জেলার সাংবাদিক এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্যই। জেলার সাংবাদিকেরা এবিষয়ে অনুরোধ জানিয়েছিলেন। এরপর মুখ্যমন্ত্রী মালদহে এসে প্রশাসনিক বৈঠক করতে গিয়েই আমার চাকরির ব্যবস্থা করার কথা বলেন। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতন ১ মাসের মধ্যেই আমাকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এবং সাংবাদিকদের আমি ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বর্তমান পত্রিকার চিত্র সাংবাদিক মিসবাহ-উল-হকের (৫২) । এই ঘটনায় মালদহের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। ওই চিত্র সাংবাদিকের পরিবারের বৃদ্ধ মা, স্ত্রী এবং একমাত্র পুত্রসন্তান রয়েছে। এই ঘটনার পর ১৯ শে নভেম্বর মালদহে প্রশাসনিক বৈঠক করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিত্র সাংবাদিকের মারা যাওয়ার খবরটি শুনতে পেয়েই সরকারি চাকরির ব্যবস্থা কথা বলেন। এরপরই সরাসরি প্রয়াত ওই চিত্র সাংবাদিকের স্ত্রী আয়েশা বিবি হাতেই চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584