কুলডিহায় সরকারি গ্রন্থাগার গ্রন্থাগারিকহীন

0
55

সুদীপ পাল,বর্ধমানঃ

Government library at kuldiha
নিজস্ব চিত্র

কাঁকসা মলানদিঘি পঞ্চায়েতের কুলডিহায় একটি সরকারি গ্রন্থাগার রয়েছে। কুলডিহা লাগোয়া মলানদিঘি, রূপগঞ্জ প্রভৃতি এলাকার বাসিন্দারা প্রয়োজনীয় বই সংগ্রহ করেন এই লাইব্রেরী থেকেই। কিন্তু বর্তমানে এই লাইব্রেরীতে কোন গ্রন্থাগারিক না থাকায় পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে স্থানীয়দের। স্থানীয় বাসিন্দারা বলেন, বিষয়টি নিয়ে বেশ কয়েকবার প্রশাসনের কাছে জানানো হয়েছে।

আসলে এই এলাকার অধিকাংশ মানুষই আর্থিকভাবে অনগ্রসর। ছেলেমেয়েদের পক্ষে বই কেনার মত স্বচ্ছলতা নেই। তাই এই লাইব্রেরির ওপরে তারা নির্ভর করে যাবতীয় পড়াশোনা করে।এখান থেকেই প্রয়োজনীয় বইপত্র সংগ্রহ করা এবং তা নিয়ম মত ফেরত দেওয়া এটা তারা করে আসছে।

আরও পড়ুনঃ গ্রন্থাগারমুখী করতে লাইব্রেরিতে ইন্টারনেট পরিষেবা

কিন্তু স্থায়ী গ্রন্থাগারিক না থাকায় বারবার অসুবিধার মধ্যে পড়তে হয় স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ সবাইকেই।এতে অনেকেই লাইব্রেরীর প্রতি আগ্রহ হারিয়ে যাচ্ছে। লাইব্রেরীমুখিনতা কমে যাচ্ছে। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি নিখিল ডোম বলেন, গ্রন্থাগারটি যাতে চালু থাকে তার জন্য সংশ্লিষ্ট পঞ্চায়েতের তরফে পাঠাগারের একজন প্রাক্তন কর্মীকে রাখা হয়েছে। নতুন গ্রন্থাগারিক পাওয়ার জন্য আবেদন জানানো হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here