নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনা সংক্রমণ রুখতে ইংরেজবাজারে সমস্ত ফুটপাতের হকারদের ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দিল প্রশাসন ও ব্যবসায়ী সমিতি। পাশাপাশি শহরের সমস্ত দোকানপাটের ব্যবসা করার সময়ও নিদির্ষ্ট করে দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে এবিষয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক করে ব্যবসায়ী সমিতি। বৈঠকে পুরসভার আধিকারিকরাও ছিলেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুনঃ করোনার কবলে নীতিশকুমারের মন্ত্রীসভার সদস্য
মালদহ শহর জুড়ে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত। ইতিমধ্যেই একজনের মৃত্যু ঘটেছে। শনিবার শহরে এক মুড়িওয়ালার করোনা পজিটিভ ধরা পড়েছে। এই পরিস্থিতিতে শহরের বাজারে ভিড় কমাতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সোমবার থেকে সারা জেলা জুড়ে সবজি ও মাছ বাজার সকাল এগারোটা পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য ব্যবসা বিকাল তিনটার মধ্যে শেষ করতে হবে।
এছাড়াও ফুটপাতে যাঁরা ব্যবসা করছেন, বেশ কিছুদিন তাঁদের সম্পূর্ণভাবে ব্যবসা বন্ধ রাখতে হবে। এই সিদ্ধান্ত সোমবার থেকে যদি কেউ না মানেন, প্রশাসন তার ব্যবস্থা নিলে মার্চেন্ট চেম্বার অফ কমার্স তার দায় নেবে না বলে জানিয়েছেন মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584