নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সোমবার প্রশাসনের সূত্রে জানা গেছে, দেনায় ডুবে যাওয়া বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে বাঁচিয়ে রাখতে সংস্থার সমস্ত শেয়ার বিক্রি করার পরিকল্পনা করল কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ঘরোয়া এবং আন্তর্জাতিক রুটে পরিষেবা প্রদানকারী জাতীয় উড়ান সংস্থার ১০০% শেয়ার বিক্রি করার পরিকল্পনা করা হয়েছে। যারা যারা এই শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছে তাদেরকে ওই বিবৃতি মারফত ইচ্ছাপত্র পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ সিএএ-কে ‘আভ্যন্তরীণ বিষয়’ হিসেবে দেখে সমালোচনা থেকে মুক্ত হতে চায় ভারত
২০১৮ সালে এয়ার ইন্ডিয়ার ৭৬% শেয়ার বিক্রি করার চেষ্টা করা হয়েছিল ঠিকই। কিন্তু কোনও কারণবশত শেষ পর্যন্ত কেন্দ্রের সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।
প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ১৭ মার্চ প্রাথমিক ইচ্ছাপত্র পাঠানোর শেষ তারিখ। পাশাপাশি শর্ত রাখা হয়েছে, এয়ার ইন্ডিয়া কিনতে ইচ্ছুককে সংস্থার প্রায় ৩.২৬ বিলিয়ন ডলার(ভারতীয় মূল্যে প্রায় ২,৩৩,৫৬,৪৬,৫৫,০০,০০০ টাকা) ঋণ-সহ অন্যান্য দায়ভার গ্রহণ করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584