শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বুধবারই করোনা ভাইরাসকে “বিশ্বের মহামারী” বলে অ্যাখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশেও করোনা আক্রান্তের সংখ্যা ৭৩ শতাংশ ছুঁয়েছে। এই পরিস্থিতিতে তৎপর হল আইআরডিএ। ঘোষণা করা হয়েছে, এবার থেকে করোনা আক্রান্ত হলে মিলবে স্বাস্থ্য বিমা।
শুধু তাই নয়, বৃহস্পতিবার যাবতীয় বিমার নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএ’র এক নির্দেশকে উদ্ধৃত করে সরকারি বিমা সংস্থাগুলি অভ্যন্তরীণ নির্দেশনামায় জানিয়েছে, যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তের ‘ক্লেম’-এর নিষ্পত্তি করতে হবে।
আইআরডিএ/এইচএলটি/রেজ/সিআইআর/০৫৪/০৩/২০২০ শীর্ষক ওই নির্দেশনামাকে উদ্ধৃত করে ওরিয়েন্টাল ইনসিওরেন্স-এর মতো রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা তাদের বিভিন্ন অফিসে নির্দেশ পাঠিয়েছে। ওই নির্দেশে করোনা আক্রান্তদের ‘ক্লেম’ পাওয়ার ক্ষেত্রে তিনটি নিয়ম মানতে বলা হয়েছে।
১, সুনির্দিষ্ট স্বাস্থ্যবিমার টাকা পাওয়ার ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়াকেই যদি স্বাস্থ্যবিমা পাওয়ার ক্ষেত্রে যোগ্যতামান ধরা হয়। করোনার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত গতিতে গ্রাহকের ‘ক্লেম’-এর নিষ্পত্তি করতে হবে। ২, বিমার নিয়মে থাকলে শুধুমাত্র হাসপাতালে ভর্তির পাশাপাশি করোনা আক্রান্তকে ‘কোয়ারেনটাইন’ বা নজরদারিতে রাখার সময়কেও অন্তর্ভুক্ত করতে হবে। ৩, করোনা আক্রান্ত গ্রাহকের ‘ক্লেম’ খারিজ করার আগে ভালো করে খতিয়ে যাচাই করে দেখতে হবে।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করল স্বেচ্ছাসেবী সংগঠন
এক রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার কর্তা বলেন, “স্বাস্থ্যবিমা ‘এক্সক্লুশন’ বা ‘বাদ কোনগুলি’ নীতিতে চলে। কেউ যখন আমাদের কাছে জানতে চাইছেন, করোনা কি বিমায় পাব? আমাদের সাফ উত্তর হল, করোনা কি বাদ আছে? যদি না থাকে নিশ্চয়ই পাবেন।
সত্যিই তো করোনা আমাদের স্বাস্থ্যবিমার বাদ-এর তালিকায় পড়া রোগের মধ্যে নেই। তাহলে বাদ দেওয়ারও প্রশ্ন নেই”। পাশাপাশি করোনা নিয়ে অসম্ভব তৎপরতা দেখিয়েছে আইআরডিএ।
ওই কর্তা জানিয়েছেন, “স্বাস্থ্যবিমায় ‘বাদ’ যাওয়া রোগের তালিকায় শুধু করোনা কেন, ডেঙ্গু, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু কোনওটাই নেই”। ফলে এইসব রোগে পড়লে অন্তত বিমা পাওয়ার ক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, এমন দাবি বিমা কর্তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584