মনিরুল হক, কোচবিহার:
একের পর এক করোনা আক্রান্ত হয়ে পড়ার ঘটনায় উদ্বিগ্ন জেলা প্রশাসন। এবার পরিস্থিতি মোকাবিলায় থানা, গ্রাম পঞ্চায়েত দফতর সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান জীবাণুমুক্ত করার কাজ শুরু করল প্রশাসন । এদিন শীতলখুচি থানা ও গ্রাম পঞ্চায়েত দফতর জীবাণুমুক্ত করল স্থানীয় দমকল কর্মীরা।
কোচবিহারে এদিন বিকেল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮৭। এঁদের প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক। ওই আক্রান্তদের জন্য বিভিন্ন জেলার প্রায় ৫১টি এলাকায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি চলছে স্যানিটাইজেশনের কাজও।
আরও পড়ুনঃ করোনা রুখতে পূজা দিনহাটায়, উদ্যোগী স্থানীয়রা
পরিযায়ী শ্রমিকরা ফিরে আসার পর তাদের শীতলখুচি এলাকায় ক্যাম্পে থার্মাল স্ক্রিনিং করা হয়। একের পর এক করোনা পজেটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়ে যায় প্রশাসন। তারপরেই শীতলখুচিতে স্যানিটাইজেশন করার সিদ্ধান্ত নেয় প্রশাসনের কর্তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584