নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
রাজ্যের মধ্যে প্রথম শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে মুরালিগঞ্জ হাইস্কুলে ছাএছাত্রীদের কথা মাথায় রেখে চালু হল বাস পরিষেবা।
জানা যায়, মুরালিগঞ্জ হাইস্কুল ২০০০ সালে স্থাপিত হয়। তখন কেবলমাত্র ১৬৫ ছাত্রছাত্রীদের নিয়ে এই স্কুল শুরু হয়। তবে এখন এই স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় ১৮৫০। এমনকী ২০১৩ সালে ১৪ হাজার স্কুলের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে প্রথম যামিনী রায় পুরস্কার ও শিশু মিত্র পুরস্কার পায় এই স্কুল।

নিয়ম কানুন, আচার-ব্যবহার ও উন্নত মানের পড়াশুনার গুণগত মান বজায় থাকার কারণে ফাঁসিদেওয়া ব্লকের বিভিন্ন জায়গা থেকে এই স্কুলে পড়াশোনার জন্য আসে ছাত্রছাত্রীরা। এমনকী পাশের জেলা উত্তর দিনাজপুর থেকেও বহু ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশোনার জন্য আসে।
আরও পড়ুনঃ প্রেমদিবসে রমরমিয়ে চলছে গোলাপ ব্যবসা

দূর দূরান্ত থেকে ওই ছাত্রছাত্রীদের আসতে বেশ অসুবিধায় পড়তে হয় পড়ুয়াদের। সেই কথা মাথায় রেখে
স্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম ও সমস্ত ছাত্রছাত্রীদের অভিভাবকদের উদ্যোগে এই প্রথম কোনও সরকারি স্কুলে বাস পরিষেবা চালু করা হয়।

বৃহস্পতিবার অনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও পতাকা নেড়ে এই বাস পরিষেবার উদ্ধোধন করে শিলিগুড়ি মহকুমার বিরোধী দলনেতা কাজল ঘোষ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা।
ওই স্কুলের ছাত্র পারভেজ আলম জানায়, তাদের নিজস্ব গাড়ি ভাড়া করে আসতে হতো। যার ফলে তাদের প্রতি মাসে যাতায়াত বাবদ তিন হাজার টাকা খরচ হতো। উপরন্ত যাতায়াতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হতো ছাত্রীদের। এখন থেকে স্কুলের বাসে মাসিক ১৭০০ টাকা ব্যয়ে তারা বাড়ি থেকে স্কুল পর্যন্ত যাতায়াত করতে পারবে।
আরও পড়ুনঃ জটেশ্বরে পঞ্চানন বর্মার জন্ম জয়ন্তী পালন
পাশাপাশি বাসের ভারপ্রাপ্ত কর্মীরা জানান, পরীক্ষামূলক ভাবে ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ থেকেই আমাদের এই বাস চালানো শুরু হয়েছে। শুধুমাত্র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই এই বাস পরিষেবা চালু করা হয়েছে। মুরালিগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম জানান, রাজ্যে এই প্রথম কোনও সরকারি স্কুল ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বাস চালানোর উদ্যোগ নিয়েছে।
এমনকী প্রতি বছর ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বহু ছাত্রছাত্রী এই স্কুলে পড়ার জন্য এসে থাকে। বহু ছাত্রছাত্রী বাইরে থেকে এখানে এসে ভাড়া বাড়িতে থেকে পড়াশোনা করে শুধুমাত্র মুরালিগঞ্জ হাইস্কুলে পড়বে বলে।
জানা গেছে, এই বাসটি মূলত সোনাপুর, পাগলিগঞ্জ, ভয়েসভিটা, কাচা কালি, রামগঞ্জ এলাকায় চলবে। এতে ছাত্রছাত্রীদের অনেকটা সুবিধা হবে এবং অনেকটা সময় বাঁচবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584