সরকারি বিদ্যালয়ে বর্ধিত ফি আদায়,ক্ষোভ

0
57

মনিরুল হক, কোচবিহারঃ

government schools extended its fees
নিজস্ব চিত্র

সরকারী স্কুলে বেশি টাকা ফি নেওয়ার অভিযোগ উঠল কোচবিহারে। আজ ওই অভিযোগে কোচবিহার সদর গভমেন্ট স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান অভিভাবক ও অভিভাবিকারা। অভিযোগ, স্কুলের ফি না দেওয়ায় রেজাল্ট দেওয়া হচ্ছেনা ছাত্রদের। শহরের অন্যান্য সরকারী স্কুলে আনেক কম টাকা ফি নেওয়া হলেও কোচবিহার সদর গভমেন্ট স্কুলে বেশি টাকা ফি নেওয়া হচ্ছে। অভিভাবকদের আরও অভিযোগ স্কুলের জন্য ফি নেওয়া হলেও তাঁদের কোন রসিদ দেওয়া হয় না। ওই স্কুলের এক ছাত্রের অভিভাবক শিবানী বল বলেন, এই স্কুলে অন্য সরকারী স্কুলের থেকে বেশি ফি নেওয়া হচ্ছে। ফি দিলেও কোন রসিদ দেওয়া হয় না। আমার ছেলের পরীক্ষার রেজাল্ট আটকে দেওয়া হয়েছে। সেজন্য আমরা আজকে বিক্ষোভ দেখাচ্ছি।

কোচবিহার স্কুল অভিভাবক এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট পিন্তু দাস বলেন, এই স্কুলে কোন রসিদ না দিয়েই কারো কাছে ছয়শ টাকা কারো কাছে সাতশো টাকা করে স্কুলের ফি নেওয়া হচ্ছে। না দিতে পারলে তাঁদের পরীক্ষার রেজাল্ট আটকে দেওয়া হচ্ছে। যেখানে অন্য স্কুলে ফি দুইশত টাকার মধ্যে সেখানে এই সদর গভমেন্ট স্কুলে অনেক বেশি কেন নেওয়া হবে। ওই বিদ্যালয়ের শিক্ষক বিজন সাহা বলেন, অভিভাকদের সাথে মিটিং করেই এই সিধান্ত নেওয়া হয়েছে।

government schools extended its fees
নিজস্ব চিত্র

আরও পড়ুন: চার মাসের নববধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here