ওয়েবডেস্কঃ
ঝা চকচকে সজ্জিত বেসরকারি বিদ্যালয় গুলোকে টেক্কা দিয়ে শিক্ষা ও পরিকাঠামোতে দেশের কাছে নিদর্শন স্থাপন করল দিল্লির সরকারি বিদ্যালয় গুলি।
অনুকুল পরিবেশে পর্যাপ্ত শ্রেণিকক্ষ , প্রতিটি শ্রেণিকক্ষ প্রয়োজনীয় চেয়ার, টেবিল, বেঞ্চে ও ব্ল্যাকবোর্ডে সুসজ্জিত । কোন কোন বিশেষ শ্রেণিকক্ষ আবার শীততাপ নিয়ন্ত্রিত । বিদ্যালয়ের দেয়াল গুলোতে তাকালে যেন মুখ দেখা যায় । এসবের মধ্যে আবার শিক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনে প্রজেক্টর ,ল্যাবরেটরি বা অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য যথোপযুক্ত ব্যবস্থাপনা। বর্ষ শেষে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফলও দুর্দান্ত । এসব কিছুই আমরা এতদিন ধরে বেসরকারি বিদ্যালয় গুলোতে দেখতে অভ্যস্ত ।
কিন্তু সারা দেশের কাছে নজির গড়ে বর্তমান দিল্লির সরকারি বিদ্যালয় গুলো পরিকাঠামো ও শিক্ষার দিক থেকে বেসরকারি বিদ্যালয়গুলোকে টেক্কা দিয়ে শিরোনামে এসেছে । ২০১৫ সালে ফেব্রুয়ারি মাসে ক্ষমতায় এসে শিক্ষা ও স্বাস্থ্যে বাড়তি নজর দেওয়ার অঙ্গীকার করেছিল আম আদমি পার্টি । জনগণকে দেওয়া তাদের সেই কথা প্রমাণ দিচ্ছে বর্তমান দিল্লির ১০০০ টি সরকারি বিদ্যালয় ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষকের কথায় ” আমি ২০০৭ সাল থেকে এই বিদ্যালয়ে শিক্ষকতা করছি । সম্প্রতি কয়েক বছরে দারুন পরিবর্তন লক্ষ্য করছি । শুরুর দিকে যে জায়গায় বিদ্যালয়়ে মাত্র ২০ টি শ্রেণিকক্ষ ছিল, সেখানে এখন ল্যাবরেটরি ও মাল্টিপারপাস কক্ষ সহ ৭৮ টি শ্রেণিকক্ষ রয়েছে । এমনকি ল্যাবরেটরি গুলো শীততাপ নিয়ন্ত্রিত । এতে শিক্ষার্থীরা খুবই আনন্দিত।”
পরিকাঠামোর পাশাপাশি শিক্ষাতেও যে যথেষ্ট উন্নতি লাভ করেছে তার প্রমাণ পাওয়া যায় ২০১৮ সালের দ্বাদশ শ্রেণীর সিবিএসই বোর্ডের বাৎসরিক পরীক্ষার ফলাফলে। এক দশকের সর্বোচ্চ পাসের হার গড়ে রেকর্ড তৈরি করল দিল্লির সরকার চালিত বিদ্যালয় গুলি । ওই বছর বেসরকারি প্রতিষ্ঠান গুলোর পাশের হার(৮৮.৩৫) কে ছাপিয়ে সরকারি বিদ্যালয় গুলোর পাশের হার দাঁড়ায় ৯০.৬৮ শতাংশ । দিল্লীর সরকারি বিদ্যালয় গুলোর এই পাসের হার (৯০.৬৮ শতাংশ) দেশের সামগ্রিক পাশের হার (৮৩.০১ শতাংশ )কেউ ছাপিয়ে গেছে ।
শিক্ষা মন্ত্রী মনিষ সিসোদিয়ার প্রাক্তন উপদেষ্টা তথা পূর্ব দিল্লিতে আম আদমি পার্টির হয়ে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী শ্রীমতী অতিশির কথায় “পূর্বে একটি কক্ষে একাধিক শ্রেণীর ক্লাস হত। বেঞ্চের অভাবে ছাত্র-ছাত্রীদের মেঝেতে বসতে বাধ্য করা হতো । পর্যাপ্ত জল সরবরাহ সহ উপযুক্ত টয়লেটের অভাব ছিল । ” তিনি জানান সরকার ২১০০০ বিদ্যালয় তৈরীর প্রতিশ্রুতি দিয়েছিল । যার মধ্যে ৮০০০ বিদ্যালয় তৈরি হয়ে গেছে। আর বাকি ১৩০০০ বিদ্যালয়ের কাজ সম্পন্ন হওয়ার পথে । তাঁর কথায়, প্রায় ২৫ টা নতুন স্কুল তৈরি হয়েছে ।
দুর্নীতি ,প্রতি হিংসা ও সন্ত্রাসবাদ থেকে ছাত্র-ছাত্রীদের বিরত রাখতে তাদের মনকে তৈরি করতে পাঠক্রম তৈরি করা হয়েছে।
সরকারি বিদ্যালয় সম্পর্কে সাধারণ মানুষের যে ধারণা তা সম্পূর্ণই ভ্রান্ত প্রমাণ করছে দিল্লির সরকারি বিদ্যালয় গুলি । সম্প্রতি কয়েক বছর ধরে পরিবর্তন চোখে পড়ার মতো । সারাদেশের কাছে এখন উদাহরণ দিল্লির সরকার চালিত বিদ্যালয় গুলি ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584