ভল্ট থেকে ৭২ লক্ষ টাকা চুরির পরে পরিকল্পনা মাফিক ব্যাঙ্কে অগ্নি সংযোগ! জানালো পুলিশ

0
49

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ব্যাঙ্কে অগ্নিকাণ্ডের পুলিশি তদন্তে এমনই চাঞ্চল্যকর রহস্য ফাঁস! ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ব্যাংকের গ্রুপ ডি কর্মী মনোজ কুমার সিংহকে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি ড. ভোলানাথ পান্ডে। ইতিমধ্যেই পুলিশ ৭২ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে বলেও জানিয়েছেন এসপি।

নিজস্ব চিত্র

উল্লেখ্য, গত ১০ মে মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ  সামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর ঘোষপাড়ায় অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দমকলের একটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ  গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ডোমকল থানা এলাকায়

ব্যাংকের অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু অসঙ্গতি নজরে আসে পুলিশের। ঘটনাস্থলে ছুটে আসেন ফরাক্কার এসডিপিও আসিম খান। শুরু হয় তদন্ত। তারপরেই ব্যাংকের কর্মীদের দফায় দফায় জেরা করে পর্দা ফাঁস হয়। গ্রেপ্তার করা হয় গ্রুপ ডি কর্মী মনোজ সিংহকে। জেরায় আসল রহস্য বেরিয়ে আসে। সাংবাদিক সম্মেলন করে জঙ্গিপুর পুলিশ জেলার এসপি ড. ভোলানাথ পান্ডে জানান, ইতিমধ্যেই খোয়া যাওয়া ৭২ লক্ষ টাকা উদধার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ কেন বন্ধ ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here