সায়নিকা সরকার, মালদহঃ
মালদহের আইহোতে টাঙ্গন নদীতে ভাঙন রোধের কাজ শুরু করলো সেচ দফতর। গত সপ্তাহে ভাঙনে ওই এলাকায় নদীগর্ভে চলে যায় বেশ কিছু ঘরবাড়ি।
এমনকি গোটা বাড়ুইপাড়া এলাকা নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। ভাঙন থেকে বাঁচাতে জরুরি ভিত্তিতে প্রায় ২৬ লক্ষ টাকা খরচে অস্থায়ী ভাবে ভাঙন রোধের কাজ শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে মালদহের হবিবপুরের আইহো পঞ্চায়েতের বাড়ুইপাড়া এলাকায় অসময়ে টাঙ্গন নদীর ভাঙন শুরু হয়।
আরও পড়ুনঃ এনআইআরএফ-এর তালিকায় একই শিক্ষা গোষ্ঠীর তিনটি কলেজ
প্রায় ২০ ফুট উঁচু থেকে জমি – জমা, বসত বাড়ি ধ্বসে পড়তে থাকে নদী গর্ভে। তবে, আপাতত বর্ষা এসে যাওয়ায় নদী পাড়ে শাল কাঠের লগ বসিয়ে ও বালির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর কাজ শুরু করা হয়েছে।
আইহো গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান বাসনা মন্ডলের দাবি, “এই কাজ শেষ হলে ভাঙনের মুখে থাকা পরিবারগুলি আপাতত রক্ষা পেতে পারে। এরপর স্থায়ী ভাবে কাজ করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584