লোধা সম্প্রদায়ের আর্থিক উন্নতির লক্ষ্যে সরকারী উদ্যোগ

0
88

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

এবার পিছিয়ে পড়া লোধা সম্প্রদায় মানুষদের আর্থিক সাবলম্বী করার লক্ষ্যে পাশে দাঁড়ালো রাজ্য সরকার।

government support to lodhi community | newsfront.co
সুনি সিং, মুরগী পালনকারী

এই রকমই এক চিত্র লক্ষ্য করা গেল পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নম্বর ব্লকের সাউরি ৫ নম্বর কোটবাড় অঞ্চলের লক্ষ্মীবাড়ে।

পিছিয়ে পড়া লোধা সম্প্রদায়ের মানুষদের আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা ব্যয়ে ( MGNREGA and TSP- tribal sub plan) এর মাধ্যমে হাঁস পালন, মাছ চাষ (duck come fishery) ও বিশেষ প্রজাতির মুরগী (TARKI -KADAKNATH) পালন এর ব্যবস্থা করল পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 নম্বর ব্লক প্রশাসন ।

বি ডি ও দীপান্বিতা পাত্র

ব্লক প্রশাসনের এইধরনের সহযোগিতায় খুশি এলাকাবাসীরাও। ব্লক প্রশাসন সূত্রে খবর, এই প্রজেক্টটি সম্পূর্ন করতে ডাক কাম ফিশারির সেট তৈরি ও মাছের খাবার বাবদ MGNERGA থেকে প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা এবং TSP থেকে২ লক্ষ ৪১ হাজার টাকা বরাদ্দ করা হয়।

টার্কি প্রজাতির মুরগি চাষে MGNERGA থেকে প্রায় ১ লক্ষ ২৪ হাজার টাকা এবং TSP থেকে ২৩ হাজার টাকা বরাদ্দ করা হয়।

নিজস্ব চিত্র

এছাড়া MGNERGA থেকে নার্সারি বাবদ ৩ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল।

আরও পড়ুনঃ পুজোর সরকারি আর্থিক অনুদান প্রদান নারায়ণগড়ে

শুধু তাই নয় এই প্রকল্পের অধীনে হাঁস দেওয়া হয়েছিল ২০০ টি। মাছের চারা দেওয়া হয়েছিল ১ কুইন্টাল ২০ কেজি ।

নিজস্ব চিত্র

আর বিশেষ প্রজাতির মুরগীর ছানা (TARKI -KADAKNATH) ২০ থেকে ২৫ টি করে দেওয়া হয়েছিল প্রত্যেককে ।

এর সঙ্গে MGNERGA থেকে নার্সারির জন্য উন্নত মানের আম, আঁতা, পেঁপে, পেয়ারা সহ বিভিন্ন ফলের চারা নার্সারিতে তৈরি ও বিভিন্ন স্থানে বনসৃজন এর লক্ষ্যে বিতরণ করা হয়।

স্থানীয় বিডিও দীপান্বিতা পাত্র জানান, মূলত পিছিয়ে পড়া এইসব লোধা সম্প্রদায়ের মানুষকে সমাজের চোখে জায়গা দেওয়ার লক্ষ্যেই এইসব প্রকল্প। আগামী দিনে যাতে তারা স্বাবলম্বী হয়ে ওঠে তারই প্রয়াসে ব্লক প্রশাসন তাদের পাশে দাঁড়িয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here