চাষিদের কাছ থেকে সরাসরি আলু কিনবে রাজ্য সরকার

0
87

অভিজিৎ হাজরা, হাওড়াঃ

ধানের পর এবার আলু সরাসরি চাষিদের কাছ থেকে কেনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন হিমঘর, সমবায় সমিতির মাধ্যমে চাষিদের কাছ থেকে সরাসরি আলু কিনবে।

farmer | newsfront.co
আলুর বস্তা ভরছে চাষিরা। ছবিঃ প্রতিবেদক

হাওড়া জেলার ২টি মহকুমায় মোট ১৪টি পঞ্চায়েত সমিতি রয়েছে। হাওড়া মহকুমায় অন্তর্গত পঞ্চায়েত সমিতিগুলি হলো বালি,জগাছা,ডোমজুড়,সাঁকরাইল, জগৎবল্লভপুরও পাঁচলা। উলুবেড়িয়া মহকুমায় অন্তর্গত পঞ্চায়েত সমিতিগুলি হলো উলুবেড়িয়া-১, উলুবেড়িয়া-২, শ্যামপুর-১,শ্যামপুর-২, বাগনান-১, বাগনান-২, আমতা-১, আমতা-২, ও উদয়নারায়নপুর।

আরও পড়ুনঃ করোনা ত্রাস, গুজবে ভিড় সবজি বাজারে

potato | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

এই ১৪ টি পঞ্চায়েত সমিতি আলু চাষের জন্য যে কয়েকটি পঞ্চায়েত সমিতি বিখ্যাত, তার মধ্যে অন্যতম পঞ্চায়েত সমিতি হলো উদয়নারায়নপুর। এই পঞ্চায়েত সমিতির অন্তর্গত ১১ টি গ্ৰাম পঞ্চায়েতের ৯৮টি মৌজায় ১৬৮ টি গ্ৰামের প্রায় ৭ হাজার ৭৯৫ হেক্টর জমিতে ধান চাষের পাশাপাশি বিভিন্ন ধরণের চাষ হয়ে থাকে।

আরও পড়ুনঃ করোনা নিয়ে গ্রামেগঞ্জে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা প্রশাসনের

এর মধ্যে আলু চাষ অন্যতম। অন্যান্য বছরের তুলনায় এই বছর আলুর ফলন বেশি পরিমাণে হওয়ায়, বাজারে বিক্রি না হওয়ার আশঙ্কা দেখা যেতে পারে। পাশাপাশি দামও আশানুরূপ নাও পাওয়া যেতে পারে।

এই আশংকার কথা মাথায় রেখে রাজ্য সরকার আলু সরাসরি চাষীদের কাছ থেকে কেনার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার সূত্রে জানানো হয়েছে, বিভিন্ন হিমঘর সমবায় সমিতির মাধ্যমে এই আলু সরাসরি চাষিদের কাছ থেকে কেনা হবে। ইতিমধ্যে এই মর্মে নির্দেশিকা রাজ্য সরকারের তরফে জারি করা হয়েছে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্ত প্রসঙ্গে উদয়নারায়নপুর কেন্দ্রের বিধায়ক সমীর পাঁজা বলেন,”উদয়নারায়নপুর হিমঘর সমবায় সমিতির মাধ্যমে ১১৮০ টাকা কুইন্টাল দরে সরাসরি চাষিদের কাছ থেকে আলু কিনে ব্লকের ৯ টি হিমঘরে রাখা হবে। পরে প্রয়োজন মত এই সব আলু রাজ্য সরকার কিনে বিভিন্ন জায়গায় পাঠাবে।”

তিনি এও বলেন, “উদয়নারায়নপুর ব্লকে চাষ হওয়া আলু, ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের মিড-ডে-মিলে-র জন্য সরবরাহ করা হবে। সরাসরি চাষীদের কাছ থেকে রাজ্য সরকার আলু কেনার সিদ্ধান্তের ফলে, আলু চাষিরা বেশ খুশি। তাদের আশা রাজ্য সরকারের এই সিদ্ধান্তে তারা আর্থিক ক্ষতির হাত থেকে রেহাই পাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here