ফারাক্কায় কলেজের অনুষ্ঠানে সস্ত্রীক রাজ্যপাল

0
49

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

The governor in the college of farakka | newsfront.co
কলেজের অনুষ্ঠানে সস্ত্রীক রাজ্যপাল। নিজস্ব চিত্র

শুক্রবার ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজে উপস্থিত হন রাজ্যপাল জগদীপ ধানকর ও স্ত্রী সুদেশ ধানকর। কলেজের ২৫ তম বর্ষ উপলক্ষে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁরা। “শিক্ষা আর উন্নয়ন নিয়ে কোনও রাজনীতি নয়”– মুর্শিদাবাদের এক অনুষ্ঠানে এসে রাজ্য সরকারের প্রতি এমনই কড়া বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর।

The governor in the college of farakka | newsfront.co
মঞ্চে। নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয় তাঁকে। স্বাগত ভাষণ ও বরণ প্রক্রিয়ার পরেই বক্তব্য রাখতে গিয়ে পুরনো সুরে কার্যত রাজ্য সরকারকে এক এক করে বিঁধতে থাকেন রাজ্যপাল।

আরও পড়ুনঃ দলিত শিক্ষার্থীদের জন্য পেইড ইনটার্নশিপ, আসছে সিনেমার যুগান্তকারী বদল

The governor in the college of farakka | newsfront.co
শিক্ষার্থীদের সাথে। নিজস্ব চিত্র

আয়ুষ্মান প্রকল্প নিয়ে যেভাবে রাজ্য-কেন্দ্র সংঘাত চলছে তা মিটিয়ে স্বাস্থ্য নিয়ে রাজনীতি বন্ধের দাবি জানান তিনি। পাশাপাশি তিনি ছাত্রছাত্রীদের শিক্ষায় অনবদ্য পারফরম্যান্স দিয়ে, সেরার সেরা হওয়ার আহবান জানান।

শেষে উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে সকল ছাত্রছাত্রীদের রাজভবনে আমন্ত্রণ জানান। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী, ফারাক্কার বিধায়ক মইনুল হক, সুতির হুমায়ুন রেজা, প্রাক্তন সাংসদ আবুল হাসনাত খান, ফারাক্কা এনটিপিসি-র জেনারেল ম্যানেজার শৈবাল ঘোষ, কলেজের অধ্যক্ষ ড. ক্যাপ্টেন শিবাশিস ব্যানার্জি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here