কোচবিহারে সস্ত্রীক রাজ্যপাল, দেখা করলেন নিশীথের সাথে

0
89

মনিরুল হক, কোচবিহারঃ

কোচবিহারে এলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বৃহস্পতিবার তিনি কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা মাঠের দক্ষিণ পাশে মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তির কাছে এসে পঞ্চানন বর্মার বেদীতে সস্ত্রীক মাল্যদান করার পাশাপাশি হাটু গেড়ে প্রণাম করেন । তারপর মদনমোহন মন্দিরে পুজো দেন তিনি।

jagdeep dhankar | newsfront.co
আশীর্বাদ ৷ নিজস্ব চিত্র

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০ টা ৩০মিনিট নাগাদ বাগডোগরা থেকে কোচবিহারে এসে পৌঁছান রাজ্যপাল। এরপর তিনি কোচবিহার রাসমেলা মাঠের পাশে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন। পাশাপাশি তিনি পঞ্চানন অনুগামী বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেন।

jagdeep dhankar with his wife | newsfront.co
নিজস্ব চিত্র

২০-২৫ মিনিট কাটানোর পর সেখান থেকে তিনি কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন ঠাকুরবাড়িতে চলে যান। মদনমোহন ঠাকুরবাড়িতে তাঁর সঙ্গে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক যোগ দেন। এরপর তাদের তিনজনকে একসঙ্গে মদনমোহন ঠাকুরকে প্রণাম করতে দেখা গিয়েছে। মন্দিরের প্রধান পুরোহিত হরগৌরী মিশ্রকে রাজ্যপাল, সাংসদদের আশীর্বাদ করতে দেখা গিয়েছে।

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

এরপর সেখান থেকে তিনি সার্কিট হাউসে যান। দুপুরে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে তাঁর কিছুক্ষণ আলোচনা করার কথা রয়েছে। দুপুর ২ টোয় তিনি সাংবাদিক বৈঠক করবেন।এদিন সাংসদ নিশীথ প্রামানিক জানান, রাজ্যপালের সঙ্গে রাজনীতির কোনো সুযোগ নেই।

আরও পড়ুনঃ বিহার বিজয়ের পর কোচবিহার সফরে এসে জন জোয়ারে ভাসলেন দিলীপ ঘোষ

তবে এ রাজ্যের শাসন ব্যবস্থা কিভাবে চলবে তা দেখার দায়িত্ব রাজ্যপালের। এরপর সেখান থেকে তিনি কোচবিহার মদনমোহন বাড়ি মন্দিরে যান। সাংসদের সঙ্গে রাজ্যপালকে ঘনিষ্ঠভাবে কথোপকথন করতে দেখায় স্বাভাবিকভাবে কোচবিহারের রাজনৈতিক মহলে যথেষ্ট গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here