দার্জিলিং যাওয়ার পথে বিধানসভার অধ্যক্ষকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যপাল

0
93

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

দার্জিলিং সফরে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। যাওয়ার পথে শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দরে নেমে কড়া ভাষায় আক্রমণ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত, রাজ্যপাল নিজে দুইবার ভাষণ দেওয়ার উদ্দেশ্যে বিধানসভা গিয়েছিলেন। দুইবারই শাসকদলের বিধায়করা রাজ্যপালের ভাষণকে ব্ল্যাক আউট করেন। এই প্রসঙ্গ টেনে তিনি সূচালো ভাষায় বলেন, “আমি দুইবার বিধানসভায় ভাষণ দিয়েছি,দুই বারই আমার জরুরি অবস্থার কথা মনে পড়েছে। কারণ দুইবারই আমার ভাষণ ব্ল্যাক আউট করা হয়।”

Jagdeep Dhankhar | newsfront.co
রাজ্যপাল জগদীপ ধনকড়

এরপর তিনি রবিবার সকালে অধ্যক্ষের দিকে সরাসরি অভিযোগের সুর তুলে বলেন, “বিধানসভার অধ্যক্ষ নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন নন। আমি দুইবার বিধানসভায় ভাষণ দিয়েছি, দুই বারই আমার জরুরি অবস্থার কথা মনে পড়েছে। কারণ দুইবারই আমার ভাষণ ব্ল্যাক আউট করা হয়। প্রথমবার আমি বিধানসভা ঘুরতে গিয়েছিলাম তথ্য সংগ্রহ করতে। গিয়ে দেখি তালা ঝুলছে। বিধানসভার অধ্যক্ষ এর কাছে কিছু তথ্য চেয়েছিলাম, তা এখনও পর্যন্ত পায়নি। অধ্যক্ষের এমন কার্যকলাপ মেনে নেওয়া যায় না।”

আরও পড়ুনঃ শান্তনু-সুব্রত ঠাকুরদের তৃণমূলে ফেরার ডাক মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালার

অন্যদিকে, রাজ্যপালের এমন বক্তব্যে বেজায় চটেছেন শাসকদল। শাসকদলের পক্ষ থেকে সাংসদ সৌগত রায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “বিমানবাবু বিধানসভার একজন নির্বাচিত অধ্যক্ষ। তাঁর প্রসঙ্গে এমন মন্তব্য মানায় না। এটাও রাজ্যপালের জানা নেই।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here