ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
মুখ্যমন্ত্রী অশোক গেহলটের প্রস্তাব ৩ বার ফিরিয়ে দেওয়ার পর অবশেষে আগামী ১৪ ই আগস্ট থেকে রাজস্থান বিধানসভার অধিবেশন ডাকতে রাজি হলেন রাজ্যপাল কলরাজ মিশ্র।
এর আগে রাজ্যপাল জানান ২১ দিনের নোটিশ ছাড়া করোনা পরিস্থিতিতে এভাবে বিধানসভার অধিবেশন ডাকা সম্ভাব নয়।
বুধবার ফের ১৪ই আগস্ট অধিবেশন ডাকার প্রস্তাব নিয়ে রাজভবনে হাজির হন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। দীর্ঘ টানাপড়েনের পর শেষ পর্যন্ত সেই প্রস্তাব মেনে নেন রাজ্যপাল কলরাজ মিশ্র।
শচীন পাইলট ও তাঁর অনুগামীদের বিদ্রোহের পর, যত দ্রুত সম্ভব বিধানসভা অধিবেশন ডেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে মরিয়া রয়েছে অশোক গেহলট শিবির। গত শুক্রবার বিধানসভার অধিবেশন ডাকার দাবিতে প্রতিবাদ বিক্ষোভ করতেও দেখা যায় অশোক গেহলটেকে। তাঁর দাবি ২০০ আসনবিশিষ্ট রাজস্থান বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য যথেষ্ট সংখ্যক বিধায়ক তাঁর সঙ্গে রয়েছেন। কিন্তু রাজ্যপাল বারবার বিধানসভা অধিবেশন ডাকার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় গেহেলট শিবির অভিযোগ আনে যে শচীন পাইলট ও তাঁর অনুগামীদের দল ভাঙানোর সুযোগ করে দিতে রাজ্যপাল টালবাহানা করছেন।
আরও পড়ুন:প্রয়াত সোমেন মিত্র
অন্যদিকে রাজস্থান বিধানসভার স্পিকার সিপি যোশী শচীন ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে তাঁর পদক্ষেপের বিরুদ্ধে রাজস্থান হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584