নিজস্ব প্রতিবেদন, নিউজফ্রন্ট:
রাজ্যের মাদ্রাসা শিক্ষকদের কেন পেনশন দেওয়া হবে রাজ্য সরকারের কাছে জানতে চাইল কেরালা উচ্চ আদালত। কেরালা মাদ্রাসা ওয়েলফেয়ার ফান্ড অ্যাক্ট ২০১৯ এর অধীনে রাজ্যের মাদ্রাসা শিক্ষকদের পেনশন ও অন্যান্য সুবিধা দেওয়া হয়। সেই আইনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয় ‘সিটিজেন অর্গানাইজেশন ফর ডেমোক্রেসি ইকোয়ালিটি ট্রানকুইলিটি অ্যান্ড সেকুলারিজম’ নামক এক সংগঠন। সেই মামলার শুনানিতে রাজ্য সরকারকে এই মর্মে প্রশ্ন করে কেরালা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ।
বিচারপতি এ মুহামদ মুস্তাক ও কৌসার এডাপ্পাগথের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায় যে কেরালার মাদ্রাসাগুলো উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের মাদ্রাসা থেকে আলাদা। উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের মাদ্রাসা গুলোতে আধুনিক শিক্ষার সঙ্গে কিছুটা ধর্মীয় মৌলিক নীতিমালার শিক্ষা দেওয়া হয়। আদালত জিজ্ঞাসা করে,’কেরালার মাদ্রাসাগুলোতে পুরোপুরি ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। ধর্মীয় কর্মকাণ্ডের জন্য রাজ্য কেন এই অর্থ খরচ করবে?’
আবেদনকারীর পক্ষের আইনজীবী বলেন উক্ত আইনে স্পষ্ট যে এই মাদ্রাসাগুলিতে শুধুমাত্র কোরান ও ইসলাম ধর্ম শিক্ষা দেওয়া হয়। তাই এক্ষেত্রে অর্থ ব্যয় শুধুমাত্র সংবিধান বিরোধীই নয় ধর্মনিরপেক্ষতার নীতিরও পরিপন্থী।(ফিচার ছবি সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584