প্রতিরক্ষা বাহিনীর নতুন প্রধান পদে আইনি সীলমোহর

0
55

ওয়েবডেস্কঃ

ছবি সৌজন্যেঃইন্ডিয়া টুডে

১৫ই আগস্টের ঘোষণার পর মঙ্গলবার প্রতিরক্ষা বাহিনীর প্রধান(Chief of Defence Staff) বা সিডিএস নামক এক নতুন পদ  তৈরির অনুমোদন দিল নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি। এই পদে বহাল থাকার ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা হবে ৬৫ বছর।এই  প্রধান দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত দেবেন। হতে পারে সেটা অস্ত্র আমদানি, অস্ত্র নির্মাণ বা বাহিনীর বিভিন্ন কার্যকলাপ।

মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর সংবাদমাধ্যমকে জানান যে প্রতিরক্ষা বাহিনীর এই প্রধান হিসাবে সেনাবাহিনী, বায়ু সেনা, বা নৌসেনা থেকে যে কেউ হতে পারেন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৫ই আগস্ট লালকেল্লার ভাষণে প্রতিরক্ষা বাহিনীর প্রধান পদে নিয়োগের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের  নেতৃত্বে যৌথ পর্যায়ের কমিটি তৈরি করা হয়। সেই কমিটির রিপোর্ট অনুসারে অনুমোদিত হয় এই প্রতিরক্ষা প্রধানের পদ। মঙ্গলবার সেই রিপোর্টে সীলমোহর পড়ে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here