প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
শুক্রবার থেকে উত্তর দিনাজপুরের ৪টি রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার রায়গঞ্জ ডিভিশন। নিয়ম মেনে, ২০ জন যাত্রী নিয়েই বাসগুলি চলবে।
রায়গঞ্জ থেকে ইটাহার, বিন্দোল, ডালখোলা, ফতেপুর, এই চারটি রুটে আপাতত বাস চালানো হবে বলে বৃহস্পতিবার রায়গঞ্জ ডিভিশনে সরকারি নির্দেশ এসে পৌঁছছে বলে জানিয়েছেন সংস্থার কর্মী তথা তৃণমুল নেতা কৌশিক দে।
আরও পড়ুনঃ এস এফ আই -এর প্রতিবাদ কর্মসূচি
তিনি বলেন, ‘সরকারি নিয়ম মেনে ২০ জনের বেশি যাত্রী বাসগুলোতে তোলা হবে না।ইতিমধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের রায়গঞ্জ ডিপোতে দাঁড়িয়ে থেকে বাসগুলো জীবাণুনাশক দিয়ে পরিস্কার করে দিয়েছে রায়গঞ্জ পুরসভা। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সব রকম ব্যবস্থা করা হবে।’ উল্লেখ্য, রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলা এখনও গ্রিন জোনে রয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584