তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
বুধবার রায়গঞ্জের জেলা শাসকের দফতরে জেলার সাংবাদিক ও লোকশিল্পীদের হাতে আনুষ্ঠানিক ভাবে রাজের মুখ্যমন্ত্রীর স্বাক্ষরিত শংসাপত্র তুলে দেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। জেলা শাসক অরবিন্দ কুমার মীনা জানালেন, ইতিমধ্যেই গোটা জেলায় অধিকাংশ লোকশিল্পীদের বিভিন্ন রকম সরকারি সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছে৷তাদের হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা সহ শংসাপত্র তুলে দেওয়া হল।পাশাপাশি জেলার সাংবাদিকদের হাতেও এদিন সরকারি পরিচয় পত্র সহ সরকার অনুমোদিত সাংবাদিকদের স্বাস্থ্য বীমার শংসাপত্র তুলে দেওয়া হয়। জেলা শাসক ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রানা দেবদাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র সহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিক ও লোকশিল্পীরা৷
আরও পড়ুনঃ টিভি খুললেই বেশী টাকার দাবী,চলছে না পছন্দের অনুষ্ঠান
উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র জানালেন,সরকারি পরিচয় পত্র দেওয়ার পর চিকিৎসা বীমার সুযোগ সরকারি কর্মীদের মতনই সাংবাদিকদের প্রদান করার পর এবার তাদের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী দেওয়ায় উত্তর দিনাজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584