নিজস্ব সংবাদদাতা, নিউজফ্রন্ট
ক্ষোভ ছিলোই।এবার সেই ক্ষোভকে বিক্ষোভে রূপান্তরিত করতে আন্দোলনের পথে যাচ্ছে সরকারী কর্মচারীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটি।
ডি এ নিয়ে লাগাতার আন্দোলনের সঙ্গে সঙ্গে এবার ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ দ্রুত পেশ করার দাবিতে পথে নামছে এই সংগঠন।
আগামী 26 নভেম্বর বেতন কমিশনের চলতি সময়সীমা শেষ হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, 2015 সালের নভেম্বর মাসে কমিশন গঠন করা হয়েছিল।সেই সময় ছয় মাসের মধ্যে কমিশন তার সুপারিশ সরকারের কাছে পেশ বলে জানানো হয়েছিল, কিন্তু তারপর দু’দফায় প্রায় দেড় বছর কমিশনের সময়সীমা বাড়ানো হয়েছে।ফলে এই সময়সীমা আর না বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে যাতে কমিশন তার সুপারিশ পেশ করে সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যে চিঠি দিয়েছে কো- অর্ডিনেশন কমিটি।
এরপরও সুপারিশ পেশ না হলে আগামী 17 নভেম্বর সল্টলেক বিকাশ ভবনে বেতন কমিশনের বাইরে বিক্ষোভ সমাবেশ ও কমিশন ঘেরাও কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শঙ্কর।
(সূত্র-বসুন্ধরা টিভি)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584