আজিমগঞ্জ সদর ঘাটে নৌকাবিহার করলেন রাজ্যের উচ্চপদস্থ আমলারা

0
125

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

বুধবার মুর্শিদাবাদ জেলা সফরে শহর বহরমপুরের রবীন্দ্রসদনে মুর্শিদাবাদ জেলাস্তরীয় প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরের সার্কিট হাউসে রাত্রিবাসের জন্য চলে যান।

Azimganj
নিজস্ব চিত্র

এরপর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সমস্ত রাজ্যের উচ্চপদস্থ আমলারা এসেছিলেন তারা মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ শহরের সদরঘাট গঙ্গায় নৌকা বিহার করলেন এবং আজিমগঞ্জ শহরের বাড়ি কুটি এলাকায় রাত্রি বাস করবেন বলে জানা গিয়েছে।

নিজস্ব চিত্র

রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব সহ রাজ্যের একাধিক উচ্চপদস্থ আমলা এদিন আজিমগঞ্জ শহরের সদরঘাটে গঙ্গায় নৌকাবিহার করেন এবং তারপর রাত্রিবাসের জন্য আজিমগঞ্জ শহরের বাড়ি কুটি এলাকায় যান, রাজ্যের উচ্চপদস্থ আমলাদের আজিমগঞ্জ শহরের নৌকাবিহারে সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী।

আরও পড়ুনঃ দেশে ‘চরম অসাম্য’ বিরাজ করছে মোদী জমানায়! এমনই চাঞ্চল্যকর দাবি রিপোর্টে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here