এলআইসি-র অংশীদারিত্ব বিক্রির সিদ্ধান্তে ধন্ধে এজেন্ট থেকে বিনিয়োগকারী

0
70

সুদীপ পাল, বর্ধমানঃ

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি-র অংশীদারিত্বের একাংশ বিক্রির সিদ্ধান্ত শনিবার বাজেট পেশ করার সময়ে জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

LIC | newsfront.co
প্রতীকী ছবি

কত শতাংশ শেয়ার বিক্রি করা হবে তা অবশ্য জানাননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর এই সিদ্ধান্তের পর অবশ্য মিশ্র প্রতিক্রিয়া বর্ধমান জেলা জুড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এলআইসি-র এক এজেন্ট বলেন, এলআইসি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।

আরও পড়ুনঃ রাজ্যপাল এসেছেন, সেই নিরাপত্তায় মন নেই?- প্রকাশ্যে কমিশনারকে ভর্ৎসনা ধনকড়ের

ব্যাঙ্ক বা অন্য প্রাইভেট সেক্টরগুলিতে যখন টাকা রাখা নিয়ে অনিশ্চয়তা তখন এলআইসিতে মানুষ বিনিয়োগ করছেন। এখন মালিকানার অংশবিশেষ বেসরকারি হাতে চলে গেলে ভরসা হারাবেন গ্রাহকেরা।

যদিও আধুনিক প্রজন্মের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সুমন্ত কোনার বলেন, এলআইসি স্টক মার্কেটে সংস্থাটি নথিভূক্ত হবে। ফলে লগ্নিকারীরা বাজার দেখে এগোতে পারবেন। আবার সংস্থার মুনাফা বৃদ্ধি হলে লগ্নিকারীরাও উপকৃত হবেন।

এলআইসি-র অংশীদারিত্ব বিক্রির সিদ্ধান্তে বোনাস ও সামগ্রিক অর্থ ফেরতের নিশ্চয়তা থাকবে তো বলে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here