মেয়ে যৌন নিগ্রহের শিকার, স্কুলে ভর্তি নিতে নারাজ কর্তৃপক্ষ, কেরালা হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার মা

0
74

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

মেয়ে যৌন নিগ্রহের শিকার তাই তাকে ভর্তি নিতে অস্বীকার করে কেরালার এক সরকারি স্কুল। একাধিকবার স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো সত্বেও মেয়েকে স্কুলে ভর্তি করতে না পেরে নির্যাতিতার মা কেরালা হাইকোর্টের দ্বারস্থ হন।

Kerala Highcourt
ছবি: সংগৃহীত

মামলা শোনার পরে বিচারপতি রাজা বিজয়রাঘবন ভি সরকারি কৌঁসুলি কে নির্দেশ দিলেন স্কুলে কেন ঐ কিশোরীকে নেওয়া হচ্ছেনা তা জানাতে। ১৭ বছরের ঐ নির্যাতিতা কিশোরী ভিক্টরি ভিএইচএসএস ওলাথান্নি এডেড স্কুলের VHSC(FHW) পাঠক্রমের প্রথম বর্ষের ছাত্রী, অত্যন্ত দারিদ্রের কারণে ক্রিশ্চিয়ান মিশন চিল্ড্রেন’স হোমে তিনি থাকতেন।

তাঁর আইনজীবী আদালতে জানান, দুর্ভাগ্যক্রমে ওই কিশোরী যৌন নিগ্রহের শিকার হন, সে বিষয়ে কুন্নিকোডে থানায় POCSO আইনে মামলাও রুজু হয়েছে। কিন্তু ঘটনাচক্রে মেয়েটির বর্তমান স্কুলের কাছেই অভিযুক্তের বাড়ি। ফলত বিভিন্ন লোকের নানা রকম কটূক্তির মুখে পড়তে হচ্ছে তাকে।তাই পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে সরকারি ভোকেশনাল হায়ার সেকেন্ডারি স্কুলে ট্রান্সফারের আবেদন জানায় সে কিন্তু স্কুল কর্তৃপক্ষ নির্যাতিতাকে ভর্তি নিতে নারাজ। নির্যাতিতার আইনজীবী বলেন স্কুলে যথেষ্ট আসন খালি থাকা সত্বেও শুধু যৌন হয়রানির শিকার বলেই তাকে নেওয়া হচ্ছে না স্কুলে।

আরও পড়ুনঃ ৬১ বছর বয়সে ঘুচলো ‘ধর্ষক’ তকমা, জেল খাটা আসামী আসলে নির্দোষ জানালো আদালত

এই মামলায় কেরালা সরকারের বক্তব্য জানতে চেয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৩০ নভেম্বর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here