প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
অনলাইনে পরীক্ষা কী সম্ভব। এই অসম্ভব কাজকে সম্ভব করে দেখালো রায়গঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতদিন অনলাইনে পড়াশোনা চলছিলই, এবার ছাত্রছাত্রীদের পরীক্ষাও অনলাইনে করার ব্যবস্থা করেছে রায়গঞ্জের গার্লস প্রাথমিক বিদ্যালয়।
এই বিদ্যালয়ে বেলা ১১টা থেকে অনলাইনে প্রথম শ্রেণীর পরীক্ষা হয়। প্রায় ৯০ শতাংশ ছাত্রছাত্রী এই পরীক্ষা দিয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২২ জুলাই এই পরীক্ষার ফলাফল অনলাইনেই দেওয়া হবে৷ এভাবেই তিনটি পর্বের পরীক্ষা নিয়ে বছরের শেষে ফাইনাল রেজাল্ট নির্ধারিত হবে৷
এই ব্যবস্থায় অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে৷বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানিয়ছেন, ‘বাকি ক্লাসের পরীক্ষাও এভাবে পর্যায়ক্রমে হবে৷ আমরা চাই জেলাতে লকডাউনের কারণে স্কুল বন্ধ থাকলেও ছাত্রছাত্রীদের পড়াশোনা ও পরীক্ষা স্বাভাবিকভাবে চলুক ৷’কিন্তু প্রত্যন্ত গ্রামে যে সব ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস করতে অপারগ, তাদের কথা ভেবে তৃনমুল প্রাথমিক শিক্ষক সংগঠন ঠিক করেছে, শিক্ষিকারা বাড়ি বাড়ি পৌঁছে পড়িয়ে আসবে।
আরও পড়ুনঃ লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে বিশাল মিছিল তৃণমূলের
সেই কাজও করা হচ্ছে। এবিষয়ে স্লোগান তৈরি হয়েছে যেখানে বলা হচ্ছে, “করোনা আজ অতিমারি, তাই শিক্ষকরা বাড়ি বাড়ি”।এদিন ছুটির দিনেও ১২ নং বিরঘই অঞ্চলের অন্তর্গত গোপালপুর আদিবাসী পাড়ায় পাঠদান করলেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা।
আরও পড়ুনঃ করোনা জয়ীদের নিয়ে ক্লাব গঠন প্রশাসনের
১৫ জন ছাত্রছাত্রী নিয়ে করোনা সচেতনতা ও বাংলা, অঙ্ক, ইংরেজী বিষয়ের পাঠদান করা হয়েছে। প্রত্যন্ত গ্রামে আদিবাসী শিশুদের খাতা, কলম, মাস্ক দিয়ে সামাজিক দূরত্ববিধি মেনে পাঠদান করা হয়েছে৷ উপস্থিত ছিলেন গৌরাঙ্গ চৌহান, অরবিন্দ সিং, লিয়াকত হোসেন, বিপ্লব মন্ডলের মতো শিক্ষকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584