সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
মানব বন্ধনের মধ্য দিয়ে সরকারি সহায়তা প্রকল্পের উপস্থাপনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল মন্দিরবাজার ব্লকের আঁচনা গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েত নানান প্রকল্প কাজের মধ্য দিয়ে অভিনবত্ব অর্জন করল মন্দিরবাজার ব্লকে।
সতেরোটি সংসদের কয়েক হাজার মানুষ উপস্থিত হন এই কর্মী সম্মেলনে। যেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্দিরবাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার।
উপস্থিত ছিলেন মন্দিরবাজার বিডিও সৌরভ দাশগুপ্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি মানস রঞ্জন হালদার, সহকারী সভাপতি তপন কুমার পুরকাইত, ছিলেন পঞ্চায়েত প্রধান মনিদ্বীপা হালদার, আইএসজিপি কো-অর্ডিনেটর অনির্বাণ রায়।
আরও পড়ুনঃ রাজাভাতখাওয়াতে প্রজাপতি পার্কে উপচে পড়ছে পর্যটকদের ভিড়
দু’দিনব্যাপী নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান চলবে। সরকারি প্রায় ২৮টি প্রকল্পের নানান সুযোগ সুবিধা তুলে ধরা হয় সম্মেলনে।বিশেষ করে স্বনির্ভর মহিলাদের প্রতি আলোচ্য করা হয়েছে।
সম্মেলনের মধ্য দিয়ে রয়েছে প্রতিযোগিতা মুলক অনুষ্ঠান, আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা।রয়েছে অঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো।
এদিন সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক জয়দেব হালদার। শতাধিক দুঃস্থদের হাতে শীত বস্ত্র প্রদান করা হয় পঞ্চায়েতের উদ্যোগে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584