রাজাভাতখাওয়াতে প্রজাপতি পার্কে উপচে পড়ছে পর্যটকদের ভিড়

0
374

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Butterfly park | newsfront.co
প্রজাপতি পার্ক। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ  কোচবিহারে পথ কুকুরদের রেডিয়াম বেল্ট পরানো হল

রাজাভাতখাওয়াতে নিজের হাতেই প্রকৃতির বুকে প্রজাপতি ছাড়ছেন উচ্ছ্বাসিত পর্যটকরা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়ায় গত দশ মাস ধরে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে প্রজাপতি পার্ক।

renu collect | newsfront.co
রেণু সংগ্রহ। নিজস্ব চিত্র

প্রথম কয়েক মাস সেই অর্থে সাধারণ পর্যটকদের কাছে টেনে নিতে পারেনি পার্কটি। তবে বনদফতরের অভিনব উদ্যোগে পর্যটকদের একটি বড় অংশের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে অভিনব উদ্যানটি। পর্যটকরা বাগানে প্রবেশ করলেই এবার পার্কের গবেষণা কেন্দ্র পর্যন্ত পৌঁছে যেতে পারছেন।

butterfly | newsfront.co
হাতে করে প্রজাপতি ছেড়ে বেজায় মজা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মেদিনীপুরে আঙ্গিকমের ত্রয়োদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পালন

পাশাপাশি পার্ক ছেড়ে বেরিয়ে আসার মুহূর্তে পর্যটকদের হাতে তুলে দেওয়া হচ্ছে একটি জ্যান্ত প্রজাপতি। হাতে তুলে দেওয়া এই প্রজাপতিগুলিকে তারা নিজেই প্রকৃতির মধ্যে ছেড়ে দিতে পারবেন। এই আলাদা অনুভুতি অনুভব করা ও ভালোলাগার জন্য জনপ্রিয় হয়ে উঠছে এই প্রজাপতি পার্কটি।

Subhankar Sengupta | newsfront.co
শুভঙ্কর সেনগুপ্ত, ক্ষেত্র অধিকর্তা, বক্সা ব্যাঘ্র প্রকল্প। নিজস্ব চিত্র

প্রায় ৮ একর জমির উপরে গড়ে ওঠা এই প্রজাপতি পার্কটিতে দেখা মিলবে কম-বেশি ১১০ প্রজাতির প্রজাপতির। পর্যটকদের চমকে দিয়ে প্রজাপতির ডিম পাড়া থেকে পূর্ণাঙ্গ প্রজাপতিতে রূপান্তরণের সম্পূর্ণ জীবনচক্রটি দেখানো হচ্ছে এখানে।

Tamagna Sengupta | newsfront.co
তমগ্ন সেনগুপ্ত, বিশেষজ্ঞ। নিজস্ব চিত্র

সারা বছর যাতে প্রজাপতি এই বাগানে থাকে তার জন্য লাগানো হয়েছে বেশ কিছু হোস্ট প্ল্যান্ট। এখানে প্রজাপতি ডিম পারবে। তাছাড়াও লাগানো হয়েছে অজস্র ফুলের গাছ, যার ফলে প্রতিদিনই বেড়েছে প্রজাপতির সংখ্যা।

Arpita Majumdar | newsfront.co
অর্পিতা মজুমদার, পর্যটক। নিজস্ব চিত্র

বিশেষজ্ঞদের মতে ৭৬০ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট বক্সার বাঘ বনে দেখা মেলে কম করে ৫৫০ এরও বেশি প্রজাপতির। তার মধ্যে এখানেই একসাথে দেখা মিলবে ১১০ প্রজাতির প্রজাপতির।

Biki Das | newsfront.co
বিকি দাস, পর্যটক। নিজস্ব চিত্র

প্রজাপতির সংখ্যা বাড়ায় এখানে আনাগোনা বেড়েছে বিভিন্ন রকমের পাখি-সহ সরীসৃপের।পার্কের আকর্ষণ বাড়াতে এবং সাধারণ মানুষদের এই পতঙ্গের প্রতি উৎসাহিত করতে রাজাভাতখাওয়া জঙ্গল ক্যাম্পের পাশে গড়ে ওঠা এই পার্কে কোনও প্রবেশ মূল্য নেবে না বনদফতর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here