লো-ভোল্টেজ থেকে মুক্তি পেতে চলেছে গোয়ালতোড়বাসী

0
73

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

দীর্ঘদিন ধরেই গোয়ালতোড়ের হুমগড়,আমলাশুলির বিভিন্ন এলাকায় বিদ্যুতের লো-ভোল্টেজের জেরে জেরবার এলাকার বাসিন্দারা।তাঁদের অভিযোগ,দিনের বেশীর ভাগ সময়ই লো ভোল্টেজ থাকে,এমন কি দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকার অভিযোগও উঠে বারে বারে । প্রশাসন সহ বিদ্যুৎ দফতরে বার বার জানিয়েও,সমস্যার সমাধানে তৎপর হননি কেউ।

নির্মিয়মান সাবস্টেশন।নিজস্ব চিত্র

অবশেষে বিদ্যুতের এই ‘বেহাল’ দশা থেকে এবার বোধহয় মুক্তি পেতে চলেছেন গোয়ালতোড়ের এই এলাকার বাসিন্দারা। বিদ্যুৎ দফতরের উদ্যোগে হুমগড়ের কাছে একটি সাবস্টেশন তৈরির কাজ চলছে জোর কদমে।হুমগড় ও গোয়ালতোড় রাজ্য সড়কের পাশে এই সাবস্টেশনটির কাজ চলছে দ্রুতগতিতে।এই সাবস্টেশনটি হলে ব্লকের ৫ টি অঞ্চলের অন্তত ৭০-৮০ টি গ্রামের মানুষ উপকৃত হবেন।এতদিন মাকলি, আমলাশুলি,সরবোথ, পিয়াশালা, গোহালডাঙা এই পাঁচটি অঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা দেওয়া হত গোয়ালতোড়ের সাবস্টেশন থেকে। পরবর্তি কালে গ্রাহকের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে চাপ পড়ে এই সাবস্টেশনের উপর। ফলে অধিকাংশ জায়গায় লো ভোল্টেজ থাকত,এমনকি বাধ্য হয়ে এক দিকের লাইন কেটে অন্যদিকে বিদ্যুৎ দেওয়া হত।এতে সমস্যায় পড়তেন বিস্তৃর্ণ এলাকার বাসিন্দারা। ফলে বাড়ত ক্ষোভ। অভিযোগ আসত বিদ্যুৎ দফতরে। সাবস্টেশনের উপর এই চাপ কমাতেই হুমগড়ের কাছে বারমেশিয়া মৌজায় নতুন একটি সাবস্টেশন গড়ার উদ্যোগ নেয় বিদ্যুৎ দফতর।

আরও পড়ুনঃ জরাজীর্ণ সেতু,নির্বিকার প্রশাসন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here