‘শারদ সুন্দরী ২০২০’-র গ্র্যান্ড ফিনালে সম্পন্ন

0
123

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

শীতের আমেজে এই শহরে কিছুটা উষ্ণতা ছড়াল ‘শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স’- এর ‘শারদ সুন্দরী ২০২০’র গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানের শো স্টপার ছিলেন অভিনেতা থুড়ি হবু দম্পতি অঙ্কুশ-ঐন্দ্রিলা। এবারের তিন শারদ সুন্দরীর সঙ্গে উপস্থিত ছিলেন কোম্পানির দুই কর্ণধার রূপক সাহা এবং অর্পিতা সাহা।

sharad sundari 2020 | newsfront.co

সেরা তিন বিজয়ী হলেন কীর্তিকা সিং (প্রথম ), ডোনা মণ্ডল (দ্বিতীয়), উদীশা সিংহ (তৃতীয়)। আর শারদ সুন্দরী ত্রিপুরা হলেন সতীর্থা দেবনাথ।বিগত বছর গুলোর মতোই শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স উপস্থাপনা করলেন শারদ সুন্দরী ২০২০। সুন্দর মুখ খোঁজের উদ্দেশ্যে এই আয়োজন প্রতি বছরই নজর কাড়ে। এবার তার অষ্টম বর্ষ পূর্ণ হল।

আরও পড়ুনঃ ত্রিকোণ প্রেমের গল্প বলতে আসছে ‘টুরু লাভ’

আগের বছরগুলিতে জনপ্রিয় পুজো প্যাণ্ডেলগুলিতে, প্রিমিয়াম আবাসনগুলিতে এবং প্রিমিয়ার কলেজ ক্যাম্পাস গুলোয় সুন্দরী মুখের খোঁজ চলেছিল l কিন্তু এই বছর, কোভিড -১৯ এর জন্য সুরক্ষার কারণে অনুসন্ধান সম্পন্ন হল সম্পূর্ণ অনলাইনে। আশাতীত ভাবেই প্রতিযোগীদের সংখ্যা বিগত বছর গুলোর সব রেকর্ড ভেঙে দিয়েছিল। অনলাইনে আসা পনেরো হাজারের মতো প্রতিযোগীর মধ্যে বেছে নেওয়া হয় সেরা বারোকে।

এদিনের অনুষ্ঠানে দুই রাউন্ডে সেরাদের বাছাই পর্বে বিচারকের আসনে ছিলেন সুদর্শন চক্রবর্তী, রাজা চন্দ, প্রণব দাশগুপ্ত, বিবেক দাস, পিয়ান সরকার প্রমুখ। প্রথম রাউন্ডে সোনার অলঙ্কারের সঙ্গে অরগ্যানজা শাড়ির চোখ ধাঁধানো পরিবেশনা নজর কাড়ে। দ্বিতীয় রাউন্ডে প্রতিযোগীদের পরনে ছিল হীরের গয়নার সঙ্গে প্যাস্টেল রঙের গাউন। সমগ্র সিকোয়েন্স এর মূল ভাবনায়-পরিচালনায় ছিলেন স্যান্ডি।

অরিত্র রায় চৌধুরী (কর্ণধার, খুকুমনি), অনুষ্ঠানের নেপথ্য কারিগরদের সম্মানিত করেন। স্বাদ্ধির নৃত্য পরিবেশনায় মুগ্ধ হন বিচারক থেকে উপস্থিত সকলেই। কাঞ্চনময় ভট্টাচার্যের গানে কিশোর কুমার এবং কুমার শানুর গানের কোলাজ সুরে, সুরে মন ভরিয়ে দেয়।

আরও পড়ুনঃ বলিউডের পাপনের সঙ্গে গলা মেলালেন ওপারের তামান্না প্রমি

শ্রী রূপক সাহা,পরিচালক, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, বলেন- “কোভিড -১৯ বিধিনিষেধ অনেক সমস্যা তৈরি করলেও আমরা এর ফর্ম্যাটটি অন্য ভাবে ভেবে অনলাইনে নিয়ে এসেছিলাম। এতে প্রতিযোগীদের অংশগ্রহণ করতে অনেক সুবিধাই হয়েছে।

প্রতিযোগীদের শারদসুন্দরী ডট কম এ গিয়ে তাদের এই উৎসবের সেরা মুহূর্তের ফোটোগ্রাফ পাঠাতে হল।আশাতীতভাবে পনেরো হাজারের বেশি প্রতিযোগী যোগ দেন। সেরা বারোজন এদিনের অনুষ্ঠানে যোগ দেন। তার মধ্যে থেকে বেছে নেওয়া হল এবারের শারদ সুন্দরীকে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here