নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
মহাসমারোহে হাজির ‘কে ই এফ আই মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট’৷ শহরের বুকে এই প্রথম দুই নারীর মিলিত প্রচেষ্টায় জন্ম নিল কোনও প্রোডাকশন স্টুডিও। আকাঙখা মঙ্গলানি এবং অনামিকা মৈত্র- এঁদের দুজনের মিলিত প্রচেষ্টাতেই ‘কে আই এফ আই মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট’।
এই প্রোডাকশন স্টুডিও থেকে ফিচার ফিল্ম, শর্টিজ, মিউজিক্যাল স্টোরিজ আসবে একে একে। আগামীদিনে ইন্ডাস্ট্রিতে বিপ্লব ঘটাতে চায় এই সংস্থা৷ নিত্যনতুন কাজের পাশাপাশি নতুন প্রতিভাদের প্রচারের আলোয় নিয়ে আসার বাসনা আছে সংস্থার।
আরও পড়ুনঃ সফল ‘সুন্দরী কমলা’, সাকসেস পার্টিতে আড্ডার মেজাজ
‘কে ই এফ আই মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ শহরে যাত্রা শুরু করার দিন একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। হাজির ছিলেন মুমতাজ সরকার, ঈশান মজুমদার, অন্তশীলা ঘোষ, রাতাশ্রী দত্ত, নবি অরোরা, কিঞ্জল নন্দ, শুভ্রজিৎ মিত্র, ইন্দ্রনীল মুখার্জি, শন ব্যানার্জি, অভিষেক বসু সহ বিনোদন দুনিয়ার বহু পরিচিত ব্যক্তিত্বরা। এদিন সংস্থার পক্ষ থেকে আগামী বছরের একটি ক্যালেন্ডার লঞ্চ হয়৷ পাশাপাশি ওই একই দিনে এই সংস্থার পক্ষ থেকে ‘গোল্ডেন গাউন’ শিরোনামের একটি মিউজিক ভিডিও লঞ্চ করে। ভিডিওতে অভিনয় করেছেন নবি অরোরা।
গান গেয়েছেন সাইনরাজ, নিকিতা তিওয়ারি। পরিচালনায় সাইকিয়া। সম্পাদনা ও কালারিং-এ সুমন্ত সরকার। মিউজিক করেছেন শেজ৷ সিনেমাটোগ্রাফিতে অরিন্দম। কোরিওগ্রাফিতে পঙ্কজ৷ এখানেই শেষ নয়, এই প্রযোজনা সংস্থার তরফে আসছে বাংলা ছবি ‘রেড অর্কিড’।
আরও পড়ুনঃ ‘ইন্ডিয়ান প্যানোরামা ২০২০’-র তালিকায় ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’
এই জার্নিতে সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে ‘বক্সপ্যাক এন্টারটেইনমেন্ট’। ছবির পরিচালক গৌরব দত্ত। বিভিন্ন চরিত্রে রয়েছেন রাজেশ শর্মা, মুমতাজ সরকার, ঈশান মজুমদার, রাতাশ্রী দত্ত প্রমুখ।মিউজিক করেছেন সৌম্য রিত। ডি ও পি- চয়ন কর্মকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584