বদরুল আলম,বাঁকুড়া:
পারিবারিক বিবাদের জেরে ঠাকুমা কে খুন করে পলাতক নাত বৌ । তার বিরুদ্ধে বৃদ্ধা ঠাকুমার মাথায় ভারি লোহার দন্ডদিয়ে আঘাত করে থেঁতলে মেরে ফেলে ফেরার হওয়ার অভিযোগ তুলল মৃতার পরিবারের লোকজন । মৃত বৃদ্ধার নাম সরস্বতী কোলে ।বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের মুড়োগ্রামের ঘটনা । খুনের কথা জানাজানি হতেই , এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ঘটনার পর থেকেই নাত বৌ রিমা কোলে তার দুই সন্তানকে নিয়ে পলাতক ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে , গতকাল কাজের উদ্যেশে পরিবারের পুরুষ সদস্যরা বাড়ির বাইরে গিয়েছিলেন । বাড়িতে ঠাকুমা সরস্বতী কোলে ও নাতবৌ রিমা কোলে এবং তার দুই সন্তান বাড়িতে ছিল । রাতে বাড়িতে ফিরে পরিবারের বাকী লোকজন দেখেন যে ঠাকুমা মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে। মাথায় আঘাত রয়েছে । গোটা মেঝে রক্তে ভরে গেছে । এর পরই তারা তড়িঘড়ি পুলিশে খবর দেয় । জানা গেছে ,খুন করার পর রিমা দেবী তার দুই সন্তান কে নিয়ে প্রথমে বাপের বাড়ি যায় । তার পর , সেখানে তার বাবাকে জানায় যে , সে তারা ঠাকুমা কে খুন করে চলে এসেছে । এর পরেই বাপের বাড়ী থেকে সে চম্পট দেয় । পুলিশ গতকাল রাত্রি থেকে তার খোঁজে তল্লাসী চালালেও এখনো তার হদিশ পায় নি । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে । তবে খুনের প্রকৃত কারন জানতে রিমা দেবী ধরা পড়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584