দাদুর শেষযাত্রায় নাতিদের উল্লাস, হতবাক পথচলতি মানুষ

0
114

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

dead person | newsfront.co
দাদুকে কাঁধে নিয়ে আনন্দযাত্রা। নিজস্ব চিত্র

দাদুর মৃত্যুতে বাজল ব্যান্ড পার্টির বাজনা। মৃতদেহ নিয়ে নাতিদের উল্লাস! শ্মশানযাত্রাতে মাতল সকলে। ব্যান্ড পার্টির বাজনা সহযোগে আবির, পটকা নিয়ে ৯৪ বছরের বৃদ্ধকে নিয়ে যাওয়া হল শ্মশানে। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নারায়ণপুর মিস্ত্রিপাড়া এলাকার ঘটনা।

Faguni Sahani | newsfront.co
শ্মশানযাত্রী। নিজস্ব চিত্র

মৃত ওই বৃদ্ধের নাম ফাগুনী সাহানি(৯৪)। তাঁর মৃত্যুতে আনন্দে মাতল পরিবারের সদস্যরা। অংশ নেন আশেপাশের বাসিন্দারাও। শুনতে অবাক লাগলেও এমনই শ্মশানযাত্রার ছবি ধরা পড়ল গঙ্গারামপুর ব্লকের নারায়ণপুর এলাকায়। শ্মশানযাত্রার এই দৃশ্য দেখে অবাক হয়ে যান স্থানীয় থেকে পথচলতি মানুষরাও।

আরও পড়ুনঃ ফালাকাটায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

ডিজে ভাড়া করে, বাজি-পটকা ফাটিয়ে, আবির মেখে সকালে পরিবারের সদস্যরা গঙ্গারামপুর শিববাড়ি স্মশানে নিয়ে যায় মৃতদেহ। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here