নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শাসকদল বিজেপিকে টক্কর দিতে এবার আসামে মহাজোট ঘোষণা করল কংগ্রেস। মঙ্গলবার এআইডিইউএফ, সিপিআই, সিপিএম, সিপিএমএল ও আঞ্চলিক গণ মোর্চার সঙ্গে মহাজোট ঘোষণা করে কংগ্রেস। তবে মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন তা স্পষ্ট করা হয়নি মহাজোটের পক্ষ থেকে।
আসাম কংগ্রেসের প্রদেশ সভাপতি রিপুন বোরা জানিয়েছেন, সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে দেশের স্বার্থে সম মনোভাবাপন্ন দলগুলির সঙ্গে এই জোট ঘোষণা করা হলো।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তার আগে বাঘেল পাঁচটি দলের সাধারণ সম্পাদকদের সঙ্গেও বৈঠক করেন।
আরও পড়ুনঃ ২৩শে জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী
রিপুন বোরা জানিয়েছেন, “আসন্ন নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করব আমরা। একইসঙ্গে বিজেপি বিরোধী সমস্ত দল ও মানুষের জন্য আমাদের জোটের দরজা খোলা রেখেছি।” কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে মুখ খুলতে চাননি কেউই।
অন্যদিকে , আসামের দুটি সবচেয়ে উল্লেখযোগ্য দল, আসাম জাতীয় পরিষদ এবং রাইজর দল যাদের উৎপত্তি সিএএ বিরোধী আন্দোলন থেকে, তাদের মধ্যেও জোট নিয়ে কথা চলছে। আসাম জাতীয় পরিষদ অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন এবং অসম জাতীয়বাদী যুব ছাত্র পরিষদকে সমর্থন করছে।
আরও পড়ুনঃ দিল্লির বাইরে ট্রাক্টর মিছিল, মানতে নারাজ কৃষকরা
রাইজর দল আবার কৃষক মুক্তি সংগ্রাম সমিতির অন্যতম রাজনৈতিক মঞ্চ। এই দুই দলের জোট হলে তা কতটা প্রভাব ফেলবে, সে প্রসঙ্গে রিপুন বোরার বক্তব্য, এই জোট হলেও তা কোনও প্রভাব ফেলবে মহাজোটের ক্ষেত্রে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584