মনিরুল হক, কোচবিহারঃ
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নেওয়ার অভিযোগে বিদ্যুৎ দফতরের কর্মীকে আটকে বিক্ষোভ দেখাল গ্রেটার কর্মী-সমর্থকরা । ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ১ ব্লকের হাজরাহাট ১ গ্রাম পঞ্চায়েতের মহিমের কুটি এলাকায়।

পরে বিদ্যুতের মিটার ফিরিয়ে দিলে বিদ্যুৎ কর্মীকে ছেড়ে দেন গ্রেটার কর্মী সমর্থকরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাথাভাঙা থানার পুলিশ।পরিবারের পক্ষ থেকে মালঞ্চ বর্মণ অভিযোগ করে বলেন, দুদিন আগে বিকেল আনুমানিক ৩.৩০ নাগাদ যখন তারা জমিতে কাজ করছিলেন ঠিক সেই সময় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাদের বাড়িতে গিয়ে বাড়িতে থাকা জলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং সেই মিটারটি খুলে নিয়ে যায়।

অভিযোগ কাউকে না বলে বিদ্যুৎ দফতরের কর্মীরা মিটার খুলে নিয়ে গেছে তাই এদিন এলাকায় বিদ্যুৎ দফতরের এক কর্মীকে দেখতে পেয়ে সেই বিদ্যুৎ দফতরের কর্মীকে আটকে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রেটার কর্মী-সমর্থকরা। পরে মিটার ফিরিয়ে দিলে সেই বিদ্যুৎ দফতরের কর্মীকে ছেড়ে দেন।
আরও পড়ুনঃ অবৈধ ঝিল বিরোধী মিছিল কৃষক সংগ্রাম কমিটির
এই বিষয়ে গ্রেটার মাথাভাঙ্গা ১নং ব্লক সভাপতি সুশীল বর্মণ বলেন, “পরিবারের সদস্যেদের না জানিয়ে তাদের অবর্তমানে বাড়ি থেকে মিটার খুলে নিয়ে যায় বিদ্যুৎ দফতরের কর্মীরা। আজকে এলাকায় বিদ্যুৎ দফতরের কর্মী কাজে এলে তাকে আটক করে মিটার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান।
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ। পরে আমাদের বিক্ষোভের জেরে বিদ্যুৎ অফিসের কর্মীরা মিটার ফিরিয়ে দেয় এরপর আমরা বিদ্যুৎ দফতরের ওই কর্মীকে ছেড়ে দিই ।” তিনি আরও বলেন, “ভারত ভুক্তি চুক্তি মোতাবেক আমরা বিদ্যুৎ বিল দেই না,কোচবিহার কবে জেলা ঘোষণা হলো সেই নথি আমাদের দেখালে তবেই আমরা বিদ্যুৎ- র বিল দেবো।”
আরও পড়ুনঃ বিষ্ণুপুরে বিজেপি কর্মীর কপাল ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তবে এই বিষয়ে মাথাভাঙা বিদ্যুৎ অফিসের এক আধিকারিক জানান, “২০১৬ সাল থেকে জলের মিটারের কোন বিল দিচ্ছিল না ওই ব্যক্তি তাই তার জলের সংযোগকারী মিটার নিয়ে আসা হয়েছে। পরে বিদ্যুতের মিটার ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের সাথে কথা হয়েছে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।”পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে এক বিদ্যুৎ কর্মীকে আটকে রেখেছিল পরে মিটার ফিরিয়ে দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584