অসৌজন্যের রাজনীতি! মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের

0
73

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

অসৌজন্যের রাজনীতিতে ধামাচাপা দিতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত! শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন ঘিরে চরমে ওঠে কেন্দ্র-রাজ্য সংঘাত। স্মৃতি ইরানী উদ্বোধন করবেন মেট্রোর এই নিয়ে রাজনৈতিক তরজা সামাল দিতে অবশেষে আসরে নামলো কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। সোমবার নির্মীয়মান হাওড়া ময়দান মেট্রো স্টেশনে হবে মূল অনুষ্ঠান। সেখান থেকেই ভারচুয়ালি রিমোট কন্ট্রোলের মাধ্যমে শিয়ালদহ মেট্রো-র উদ্বোধন করবেন কেন্দ্রীয়  নারী ও শিশুকল্যান মন্ত্রী  স্মৃতি ইরানি।

আগামী সোমবার উদ্বোধন শিয়ালদহ মেট্রোর, উদ্বোধন করার কথা স্মৃতি ইরানির কিন্তু মেট্রোর তরফে আমন্ত্রণ জানানো হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে। এই নিয়ে কেন্দ্র অসৌজন্যের রাজনীতি করছে বলে অভিযোগ তোলে রাজ্য। রবিবার কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, সোমবারের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে। রবিবারই তাঁর কাছে পৌঁছে দেওয়া হবে আমন্ত্রণ পত্র। এছাড়াও আমন্ত্রণ জানানো হচ্ছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক পরেশ পাল সহ শাসক শিবিরের বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদকে। আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে রাজ্যপাল জগদীপ ধনকড়কেও। কিন্তু সোমবারই উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর কাজেই শেষ পর্যন্ত কি পরিস্থিতি দাঁড়াবে তা এখনই বলা মুশকিল।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here