লকডাউন শিথিল করে ৬০ শতাংশ স্বাভাবিক জীবনে ফিরেছে গ্রিস

0
68

সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ

কিছুটা হলেও স্বস্তি মিললো গ্রিসে। কোভিড-১৯ মোকাবিলায় গ্রিস দারুণ উদাহরণ সৃষ্টি করেছে বিশ্ববাসীর কাছে। গ্রিসের এই সফলতা সারা বিশ্ব কাছে নতুন শক্তি। গ্রিসের রাজধানী এথেন্সের প্রাণকেন্দ্র সিনদাগমায় সব নামী ব্র্যান্ডের শোরুমগুলো নব সাজে সজ্জিত হয়ে উঠেছে যাতে ক্রেতারা আকৃষ্ট হয়ে আবার পুরোনো ছন্দে ফিরতে পারে। কেউ কেউ তো ছাড়ের মাধ্যমে গ্রাহক আকর্ষণের অফার দিচ্ছে।

greece | newsfront.co
প্রতীকী চিত্র

দ্বিতীয় পর্যায়ের লকডাউন উঠে গিয়ে গ্রিসে ৬০ শতাংশ স্বাভাবিক জীবন কাটাচ্ছেন জনগণ। তবে ভ্রমণ করতে হলে অবশ্যই মাস্ক ও গ্লাভস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের পক্ষ থেকে কঠোর নজরদারির মাধ্যমে নিয়ন্ত্রণও করা হচ্ছে। যদিও করোনাভাইরাস পুরোপুরি মুক্ত এখনো হতে পারেনি গ্রিসবাসী। প্রতিদিন ১০, ১৮, ২০ জন করে করোনাভাইরাস শনাক্ত হচ্ছেন।

আরও পড়ুনঃ ইতালিতে বাড়ছে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা

আজ (গতকাল বুধবার) ১৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। আজকের (গতকাল বুধবার) ৩ জনসহ মোট মৃত্যু ১৫৫ জন। এ ছাড়া আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আইসিওতে যাঁরা রয়েছেন, তাঁদের সংখ্যা কমে ২৮ জনে নেমে এসেছে। মোট সুস্থ হওয়ার রোগীর সংখ্যা ১ হাজার ৩৭৪ জন। সর্বশেষ মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৬০ জন।

তবে এখনো যেসব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সেগুলো পুনরায় প্রণোদনার আওতায় রেখেছে গ্রিস সরকার। সব পরিস্থিতি আগের মতো স্বাভাবিক থাকলে আগামী ১৫ জুন থেকে সম্পূর্ণভাবে লকডাউন মুক্ত হবে গ্রিস।

১৮ মে থেকে গ্রিসের অফিস,আদালত খোলা হবে। তবে অভ্যন্তরীণ রোডের জলযান ও আকাশপথে অল্প সংখ্যক উড়োজাহাজ চলাচলের অনুমোদন রয়েছে। গ্রিসের মতো দেশ যদি করোনা সাথে মোকাবিলা করে আবার জীবন ছন্দে ফিরতে পারে তাহলে পৃথিবীর অন্য সব দেশ গুলো পারবে এই করোনাকে হারিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে এমনটাই আশাবাদী গ্রিক সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here