নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
বিগত ২৪ শে আগস্ট,২০১৮ সালে ১০ নং অমৃতখন্ড অঞ্চল গ্রাম পঞ্চায়েতের ৫১২ নং জাতীয় সড়কের মধ্যদিয়ে অতিক্রম করা ঘুপসি খাঁড়ির সামাজিক,অর্থনৈতিক ও ইতিহাসগত বিস্তারিত বিবরণ দিয়ে খাঁড়িটি অতিসত্ত্বর সংস্কারের জন্য লিখিত আবেদন করা হয়। অতিরিক্ত জেলাশাসক,একশো দিনের কর্মনিশ্চয়তা প্রকল্পের জেলা আধিকারিক এবং বালুরঘাট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কে বিষয়টি সমাধানের জন্য নির্দেশ দেন।এরপর কয়েক দফায় মাননীয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতী সুস্মিতা সুব্বা স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে একটি পরিকল্পনা জমা দেবার নির্দেশ দিলে তারা সেই পরিকল্পনাপত্র জেলা সমাহর্তাকরণে জমা করেন।অবশেষে তা অনুমোদিত হলে শ্রীমতী সুব্বা স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে কাজে নামার নির্দেশ দেন।এত বড় শ্রমদিবস সম্বলিত প্রকল্প খাঁড়ি সংস্কারের ক্ষেত্রে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।গ্রামীণ অর্থনীতিতে কাজের ক্ষেত্রে এটা এক বিশাল দৃষ্টান্ত হতে পারে।
পরবর্তীতে এখানে মাছ ছাড়া ও এটাকে মডেল প্রজেক্ট করার ব্যাপারেও তাঁরা উদ্যোগী হবেন।চাষবাসের ক্ষেত্রে জমিতে জলের ব্যবহারের এক গুরুত্বপূর্ণ উৎস হবে এই ঘুপসি খাঁড়ি।সবমিলিয়ে ১০ নং অমৃতখন্ড অঞ্চল গ্রাম পঞ্চায়েতের সমস্ত স্তরের মানুষের সক্রিয় সহযোগিতায় এই খাঁড়ি সংস্কারের কাজটি সফলতার মুখ দেখবে বলে আশা করে এলাকাবাসী।
আরও পড়ুনঃ অবশেষে শুরু হতে চলেছে অন্ডাল-চেন্নাই-মুম্বাই বিমান পরিষেবা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584