কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ
নতুন বছরে জেলার ছাত্রছাত্রীরা পেল মুখ্যমন্ত্রীর পাঠানো গ্রিটিংস কার্ড।ছাত্রছাত্রীদের মধ্যে খুশির হাওয়া।হোয়াটস অ্যাপ ও ফেসবুকের দৌলতে নতুন বছরে প্রিয় বন্ধু ও বড়দের গ্রিটিংস কার্ড দেওয়ার হারিয়ে যাওয়া প্রথা ফেরানোর পাশাপাশি প্রিয় ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানোর জন্যই মুখ্যমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন।প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীর নামে ওই গ্রিটিংস কার্ড দেওয়া হচ্ছে।
গ্রিটিংস কার্ডের নীচে মুখ্যমন্ত্রীর সইও রয়েছে।জানা গিয়েছে,সারা রাজ্যে মোট ১ কোটি ৭৭ লক্ষ ৮৭ হাজার ৭০০ ছাত্রছাত্রীর হাতে এই কার্ড তুলে দেওয়া হয়েছে।বাংলা ছাড়াও অন্যান্য মাধ্যমের সমস্ত সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের কার্ড দেওয়া হচ্ছে।পশ্চিম মেদিনীপুরের ১০লক্ষ ৭৮হাজার ৪৫০জন ও ঝাড়গ্রামের ২ লক্ষ ১১হাজার ৬২৫জন ছাত্রছাত্রীর হাতে কার্ড তুলে দেওয়া হবে।মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে অভিভাবকদের পাশাপাশি শিক্ষক ও শিক্ষিকারাও উৎফুল্ল। কারণ,পশ্চিমবঙ্গের ইতিহাসে এবারই প্রথম কোনও মুখ্যমন্ত্রী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ছাত্রছাত্রীদের গ্রিটিংস কার্ড পাঠাচ্ছেন।
আরও পড়ুনঃ গড়বেতায় ছাত্র-যুব উৎসবের শুভ সূচনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584