মনিরুল হক, কোচবিহারঃ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি দুঃস্থ ও মেধাবী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল দিনহাটায়। শনিবার ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন উদ্যোগে দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশনের কোচবিহার জেলা সভাপতি আতিকুল হাসান, অজিত রায় গুপ্তা, অহি ভূষণ বর্মণ, শ্যামল চৌধুরী, প্রসন্ন দেব শর্মা, রাধা বল্লব সাহা, মনীন্দ্র নাথ অধিকারী, শুভ্রালোক দাস সহ আরও অনেকে।
এদিন এই অনুষ্ঠানে মাধ্যমিকে ও উচ্চ মাধ্যমিকে মোট ১৫টি স্কুলের উত্তীর্ণ কৃতি দুঃস্থ ও মেধাবী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। ওই কৃতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের ফুল তোড়া ও মানপত্র দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
ভারতের ছাত্র ফেডারেশনের কোচবিহার জেলা সভাপতি আতিকুল হাসান বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি দুঃস্থ ও মেধাবী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল। আজ এখানে ১৫টি স্কুলের কৃতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের ফুল তোড়া ও মানপত্র দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এর পাশাপাশি ওই দুঃস্থ কৃতী ছাত্রছাত্রীদের পড়াশুনার করতে যা টাকা প্রয়োজন হবে তা গ্রহন করবে আমাদের সংগঠনের পক্ষ থেকে। তিনি আরও বলেন, “তোমাদেরকে অনেক বড় হতে হবে এবং আদর্শ মানুষ হয়ে উঠতে হবে যাতে করে পরবতী প্রজন্মের ছাত্রছাত্রীরা তোমাদের কাছ থেকেই অনুপ্রেরনা পায়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584