শিলিগুড়িতে সংবর্ধনা স্বপ্নাকে

0
48

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

শুক্রবার শিলিগুড়িতে পৌছালের এশিয়ান গেম হেপটাথেলনে সোনা জয়ী স্বপ্না বর্মন। এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছাতেই তাকে সংবর্ধনা জানাতে হাজির হয়েযান বিশিষ্ট ব্যক্তিরা। এর পাশাপাশি উপস্থিত ছিলেন কামতাপুরি সংস্কৃত মঞ্চের সদস্যরাও। এরপর বাগডোগরা বিমানবন্দ থেকে একটি বাইক র‍্যালি করে মেডিক্যাল মোড়ে নিয়ে আসেন। এরপর সেখানে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন স্বপ্না বর্মন। সেখানে তাকে ও তার কোচ সুভাষ সরকারকেও সংবর্ধনা দেওয়া হয়। এবং সোনার মেয়ে স্বপ্না র কোচকে ৫০ হাজার টাকা ও স্বপ্নাকে ১ লক্ষ টাকার চেও তুলে দেয় কামতাপুরি সংস্কৃত মঞ্চের সদস্যরা।

নিজস্ব চিত্র

অন্যদিকে সোনার মেয়ে স্বপ্না বর্মনকে দেখতে ভীড় জমান এলাকার মানুষজন। সেই মঞ্চ থেকে সোনার মেয়ে স্বপ্না বর্মন বলেন যে “সকলের ভালোবাসা ও আশীর্বাদ ছাড়া এইটা কোন দিনও সম্ভব ছিল না। তাই আপনারা সকলেই এই ভাবেই পাশে থাকবেন সব সময় এই আশাই রাখছি”। এর পাশাপাশি সকলের আবেদনের একটি গান গেয়েও শোনান। অন্যদিকে জানা গিয়েছে যে এদিনই জলপাইগুড়ি নিজের বাড়িতে ফিরবে সোনার মেয়ে স্বপ্না।

আরও পড়ুনঃ অবসরের দুবছর পূর্বেই পেনশন ফাইলের নির্দেশ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here