শ্যামল রায়, কালনাঃ
আমেরিকার ক্যাটালীনা চ্যানেল জয়ী সাঁতারু সায়নী দাসকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্বর্ধনা জানানো হয়।কালনা এমেচার স্যুইমিং এসোসিয়েশনের উদ্যোগে পৌরসভার পুরশ্রী হলে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনা পৌরসভার প্রাক্তন পৌরপতি ডাঃ গৌরাঙ্গ গোস্বামী, শিল্পপতি সুশীল মিশ্র সহ কালনার বিশিষ্ট জনেরা।
সায়নীকে সম্বর্ধনা দেওয়ার পর আয়োজক সংস্থার পক্ষ থেকে বলা হয়,সায়নী শুধু কালনার মুখ উজ্জ্বল করেনি উজ্জ্বল করেছে গোটা ভারতের মুখ। তাই তার প্রতিটি চ্যানেল জয়ে আমরা শুধু সম্বর্ধনা দিয়েই নিজেদের কর্তব্য শেষ করিনি পাশাপাশি তার পাশেও থেকেছি একইভাবে তার ভবিষ্যতের চ্যানেল অভিযানগুলিতেও পাশে থাকা হবে।আমেরিকার ক্যাটালিন চ্যানেল জয় করে সায়নী দাস গত বুধবারই ভোরে কালনা শহরের বাড়িতে ফিরে আসেন।
তারপরই স্থানীয় ভাবে তাকে অভিনন্দন জানানোর পালা শুরু হয়ে যায়।বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও তাকে সমবর্ধিত করা হয়। তার বাড়িতে এসে সম্বর্ধনা দিয়ে যায় নদীয়া জেলার শান্তিপুরের তরুণ সঙ্ঘ নামের একটি ক্লাবও।
আরও পড়ুনঃ মাধ্যমিকে প্রথম সৌগত দাসের সম্বর্ধনা অনুষ্ঠান
এদিন সায়নী দাস বলেন, ‘ কালনায় সাঁতারের পরিকাঠামো তৈরি হলে এলাকার আরো প্রতিভার বিকাশ ঘটবে বলে আমি মনে করি।’ উল্লেখ্য সায়নী দাস খুব সম্প্রতি ক্যাটলিনা চ্যানেল জয় করে, আমেরিকার ২০ মাইল দীর্ঘ এই চ্যানেলটি পাড়ি দিতে তার সময় লাগে ১২ ঘন্টা ৪৬ মিনিট। এই চ্যানেল পাড়ি দেওয়ার মধ্য দিয়ে ইংলিশ ও অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল জয়ের সাথে সায়নী দাসের মুকুটে আর একটি চ্যানেল জয়ের পালক যুক্ত হয়।
শুধু তাই নয় বুলা চৌধুরীর পর দ্বিতীয় বাঙালি মহিলা হিসাবে ক্যাটালীনা জয় করলেন সায়নী দাস। ২০১৭ সালের জুলাই মাসে ইংলিশ চ্যানেল এবং ২০১৮ সালের ফেব্রুয়ারিতে পশ্চিম অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল জয় করে কালনার সাঁতারু সায়নী দাস।তাকে নিয়ে খুশির হাওয়া বইছে কালনায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584