অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
যতই ভারতে ভিলেন হোক গ্রেগ চ্যাপেল ক্রিকেটার গ্রেগের ভদ্র তার প্রমান ফের একবার পাওয়া গেল। প্রথমে ঋষভ পন্থের সাথে স্লেজিং, সিডনি টেস্টে আম্পায়ার পল উইলসনকে গালিগালাজ দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন ব্যাট করার সময় তাঁকে স্লেজিং। এরপর সুনীল গাভাসকারের মতো ব্যক্তিকে একহাত নিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন। আর তাই অজি অধিনায়ককে এবার একহাত নিলেন অস্ট্রেলিয়ার আর প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন ভারতীয় দলের কোচ গ্রেগ চ্যাপেল।
গুরু গ্রেগ নিজের কলমে লেখেন, ” টিম পেন তুমি অস্ট্রেলিয়ার অধিনায়ক। সেটা ভুলে যেও না। গোটা দেশ তোমার দিকে তাকিয়ে আছে। তাই ভদ্র ও বিনয়ী হও। মানুষের সঙ্গে ভাল ব্যবহার করতে শেখো। তুমি কত বড় ক্রিকেটার সেটা মানুষ মনে রাখবে না। ভাল মানুষ হলে সেটাই সকলে মনে রাখবে। মানুষের সাথে খারাপ ব্যবহার করলে দুর্বল চরিত্র প্রকাশ পায়। তোমার কাজ নিয়মের মধ্যে থেকে ক্রিকেট খেলা। সততার সঙ্গে দলকে নেতৃত্ব দেওয়া। বিপক্ষ ক্রিকেটার কিংবা আম্পায়ারের সঙ্গে অহেতুক ঝামেলায় জড়ানো তোমায় সাজে না। আশা করি তুমি এগুলো মনে রাখবে ভবিষ্যতে।“
আরও পড়ুনঃ পিতৃহারা পান্ডিয়া
সিডনি টেস্টে একাধিক বিতর্কে জড়িয়ে যাওয়ায় ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানাও হয়। পরে নিজের দোষ স্বীকার করেছিলেন টিম পেইন। এখন দেখার গ্রেগের কথার কোনো ফল হয় কিনা পেইনের কাজে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584