নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

এফআইআর দায়ের হয়েছে তাঁর নামে। তবুও নিজের সিদ্ধান্তে অটল রইলেন সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ। পুলিস এফআইআর দায়ের করার পর পাল্টা টুইটে তিনি লেখেন, ‘এখনও আমি কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনকেই সমর্থন করি। ঘৃণা, হুমকি বা মানবাধিকার লঙ্ঘন করলেও অবস্থান কখনোই বদলাব না’। পোস্টে হ্যাশট্যাগ দিলেন, #স্ট্যান্ড উইথ ফার্মার্স, #ফার্মার্স প্রোটেস্ট।
I still #StandWithFarmers and support their peaceful protest.
No amount of hate, threats or violations of human rights will ever change that. #FarmersProtest— Greta Thunberg (@GretaThunberg) February 4, 2021
আরও পড়ুনঃ মায়ানমারে ফেসবুক বন্ধ করল জুন্টা সরকার
উল্লেখ্য, বুধবার কৃষক আন্দোলনের প্রতি সহানুভূতি জানিয়ে টুইট করেছিলেন তিনি। হ্যাশট্যাগ দেন ‘ফার্মার্স প্রোটেস্ট ইন ইন্ডিয়া’। এরপর সুইডেনের এই পরিবেশবিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, জাতি ও ধর্মের ভিত্তিতে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে শত্রুতা উস্কে দেওয়ার মতো গুরুতর ধারায় এফআইআর দায়ের করে দিল্লি পুলিস। কিন্তু তিনি যে এখনও আগের অবস্থানেই অনড়, তা আজ পাল্টা টুইট করে স্পষ্ট বুঝিয়ে দিলেন গ্রেটা থুনবার্গ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584