জাতীয় সড়ক সম্প্রসারণ ঘিরে বিক্ষোভ, জ্বললো গাড়ি

0
600

আমিনুল হক,বেলডাঙ্গা:বেলডাঙ্গা বড়ুয়ায় ৩৪ নং জাতীয় সড়কের সম্প্রসারনের কাজে ধুন্ধধুমার কান্ড ,কয়েকদিন থেকে সম্প্রসারনের জন্য রাস্তার দুই ধারের বাড়ি ভাঙ্গার কাজ চলছিল কাজ চলাকালিন সময়ে জিসিপির ধাক্কায়
ইলে​কট্রিক পোল পড়ে আহত চার। এক জনকে গুরুতর আহত অবস্থায় বহরমপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয় বাকিদের বেলডাঙ্গা গ্রামীন হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়। উত্তেজিত জনতা উপস্থিত কোম্পানির গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বিক্ষোভের আগুনে জ্বলছে গাড়ি। নিজস্ব চিত্র

আহতরা হল রুবেল সেখ(১৪) ,আলু(১২) ,টিপু সুলতান (২২) আব্দুল জাব্বার (২১) সাধারণ এলাকাবাসীর অভিযোগে অসর্তক ভাবে কোম্পানির তরফে দখল এর কাজ চলছিল।এর আগেও এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দানা বাধে ,এদিনের দুর্ঘটনায় এই চরম পরিনতি গাড়িতে অগ্নি সংযোগের মত ভয়াবহ আকার ধারন করে। জমিদাতা ও বেলডাঙ্গার বাজার সংলগ্ন ব্যবসায়ীদের অভিযোগ সরকারী আধিকারিক ও কোম্পানির তরফে আধিগ্রহন ও বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হলেও সঠিক মাপ দেওয়া হয়নি ,পাশাপাশি হঠাৎ হঠাৎ তারা অভিযান চালায় আজকেও সারাদিন পেরিয়ে রাত পর্যন্তও তারা কাজ চলিয়ে যায় ,যার ফলেই এই দুর্ঘটনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here