সুদীপ পাল,বর্ধমানঃ
দলের পুরোনো এবং নতুনদের মধ্যে জেলা কার্যালয়ের ভিতরে হামলার অভিযোগ উঠেছিল।সমস্ত রিপোর্ট পাওয়ার পর বিজেপির যুব মোর্চার সাংগঠনিক জেলা (বর্ধমান সদর) কমিটি ভেঙে দিল রাজ্য নেতৃত্ব।
সংগঠনের রাজ্য সভাপতি দেবজিৎ সরকার বলেন, সাংগঠনিক কারণে ভেঙে দেওয়া হয়েছে ওই কমিটি। মোর্চার দায়িত্ব এখন কেউ নেই। বিজেপির এই কমিটির সভাপতি ছিলেন শ্যামল রায়। তাঁর সঙ্গে বর্ধমান শহরের ঘোরদৌড়ের জেলা কার্যালয়ের ভেতরে সংঘর্ষ বাধে সদ্য সিপিএম ছেড়ে আসা খোকন সেনের সাথে। পরস্পর পরস্পরের বিরুদ্ধে বোমা এবং গুলি ছোঁড়ার অভিযোগ ওঠে।
প্রসঙ্গত উল্লেখ্য সিপিএম নেতা আইনুল হকের ঘনিষ্ঠ খোকন সেন।তাঁর হাত ধরে বহু মানুষ বিজেপিতে এসেছেন।সন্দীপ নন্দী যিনি বিজেপির জেলা সভাপতি তাঁর সঙ্গে দেখা করার জন্যই কার্যালয়ে গিয়েছিলেন খোকনবাবু।অভিযোগ, তখনই যুব মোর্চার সভাপতি শ্যামল বাবুর নেতৃত্বে হামলা চালানো হয়।
শ্যামলবাবুর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তিনি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি কোনো কথা বলবেন না বলে জানিয়েছেন।
অন্যদিকে খোকনবাবুর দাবি তিনি সদ্য দলে ঢুকেছেন। কেন কি জন্য এসব হচ্ছে তিনি জানেন না। দলের জেলা কমিটি শ্যামলবাবু এবং খোকনবাবুর থেকে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চেয়ে চিঠি চেয়েছেন।
আরও পড়ুনঃ মদের দোকান ঘিরে বিবাদ,গুলিবিদ্ধ ১
সভাপতি সন্দীপ নন্দী বলছেন,দলের কাছে সবাই অপরিহার্য। সবাইকেই কাজে লাগানো হবে। কিন্তু সাথে সাথে এটিও প্রশ্ন উঠে যাচ্ছে যে সদ্য দলে যে সমস্ত নেতাকর্মীরা আসছে তার জেরেই কি সেই একই নব্য এবং পুরনো কর্মীদের সংঘর্ষ বিজেপি তো শুরু হয়ে গেল? এই উত্তর পাওয়া শুধু সময়ের অপেক্ষা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584