পিয়ালী দাস, বীরভূমঃ
নকল সোনার কারবারীদের দুই দলের সংঘর্ষের মাঝে পরে খুন হলো এক তৃণমূল কর্মী।ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত কল্যাণপুর গ্রামে।
মঙ্গলবার সকাল থেকে দুই গোষ্ঠীর লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় সেখ ইনসান নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে, চলে ব্যাপক বোমাবাজি। সেই সময় মুদি দোকানে চিনি কিনতে যাচ্ছিল তৃণমূল কর্মী শেখ ইনসান, আচমকাই একটি গুলি লাগে যুবকের মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৬ বছর বয়সী সেখ ইনসানের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্যাণপুর গ্রামে বিগত বেশ কয়েক বছর ধরে নকল সোনার কয়েন পাচারকারীদের দুই গোষ্ঠী বেশ সক্রিয়, এলাকার রাশ কোন গোষ্ঠীর হাতে থাকবে সেই নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল দুষ্কৃতীদের এই দুই গোষ্ঠীর মধ্যে হামেশাই গ্রামের মধ্যে ঝামেলা তৈরি হয় ঘটনার খবর পেয়ে পুলিশ যায় দোষীদের গ্রেফতার করে কিছুদিন সবকিছু বন্ধ থাকে ফের মাথাচাড়া দিয়ে ওঠে নকল কয়েন ব্যবসায়ীদের গোষ্ঠীগুলো। ইতিমধ্যে সাঁইথিয়া থানা কারবারিদের রুখতে অভিযান চালিয়েছে কল্যাণপুর গ্রামে গ্রেপ্তার করেছে বেশ কয়েকজন দুষ্কৃতীদের পুলিশের অভিযানের ফলে দাগি কয়েকজন অপরাধী গ্রামছাড়া ছিল কালীপুজো সুযোগে তারা আবার গ্রামে ফিরে গ্রাম দখলের চেষ্টা করছিল বলে খবর।
আরও পড়ুনঃ পুকুরে ভাসমান অজ্ঞাত মহিলার দেহ ঘিরে চাঞ্চল্য
বীরভূম জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ সিনহা জানিয়েছেন মৃত যুবক তাদের সমর্থক ছিল এটা ঠিক কিন্তু মৃত যুবক শেখ ইনসানকে নিয়ে বিজেপি রাজনৈতিক নোংরা খেলা খেলছে এই খুনের সঙ্গে কোনো রাজনৈতিক সংস্পর্শ নেই নিছকই দুষ্কৃতীদের হামলার মাঝে পড়ে তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক মারা গেছেন আমরা পুলিশকে বলেছি নিরপেক্ষ তদন্ত করে দোষী কে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা সে যেই হোক না কেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584