ফের শাসক দলের গোষ্ঠী কোন্দলে রণক্ষেত্র গলসী

0
74

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

শাসক দলের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত গোটা এলাকা। দুই পক্ষের আহতের সংখ্যা প্রায় পাঁচ। পূর্ব বর্ধমানের গলসীতে এই ঘটনায় ফের প্রকাশ্যে এল শাসক দলের গোষ্ঠী কোন্দল। গলসী ১ ব্লক সভাপতি জাকির হোসেনের গোষ্ঠী সাথে ঝামেলা বাধে রহমত মোল্লার গোষ্ঠীর । স্থানীয় এক মিছিল থেকে ফেরার পথে জাকির গোষ্ঠীর সাথে যুব সহসভাপতি রহমত মোল্লার গোষ্ঠীর লোকজনের মধ্যে ঝামেলার সূত্রপাত হয় তা নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হল পুলিশকে। ইলিয়াস মোল্লা নামের এক দলীয় কর্মী গুরুতর জখম হয়েছেন। স্থানীয় হাসপাতালে প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হয়।

গুরুতর জখম এক ব্যক্তি। নিজস্ব চিত্র

ফলে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে এখন চিকিৎসা চলছে তাঁর। যুব সহসভাপতি রহমত মোল্লার অভিযোগ, জাকিরবাবু পঞ্চায়েতে টিকিট নিজের পছন্দমত লোকেদের দিয়েছেন । যদিও জাকিরবাবুর বক্তব্য এ ধরনের ঘটনা তিনি করেন না। তিনি কোন রকম হিংসার ঘটনার সাথে যুক্ত নন। পঞ্চায়েত ভোট থেকে যে গোষ্ঠী কোন্দল শুরু হয়েছিল গলসিতে তা যে বিন্দুমাত্র থামার লক্ষণ নেই এবং বেড়েই চলেছে, এই ঘটনায় ফের তা স্পষ্ট হল। এলাকায় নিয়মিত পুলিশি টহল থাকায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যায়।

আরও পড়ুনঃ নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যতা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here