বীরভূম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত

0
66

পিয়ালী দাস,বীরভূমঃ

ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা ছড়াল বীরভূমের নানুরে।সারারাত বোমাবাজি চলে নানুরের চণ্ডীপুর এলাকায়।গ্রাম পঞ্চায়েতের দখলকে কেন্দ্র করে হোসেন শেখ ও অনুল শেখের মধ্যে বেশ কয়েকদিন ধরেই চলছিল গোষ্ঠীদ্বন্দ্ব। গতকাল সেই পরিস্থিতি বড় আকার ধারণ করে। এই গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে গতকাল রাতে এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। বাড়িঘর লক্ষ্য করে ছোঁড়া হয় বোমা। সকালে দেখা যায় রাস্তার এদিক ওদিকে ছড়িয়ে রয়েছে বোমার অংশবিশেষ।গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।ঘটনার পর গ্রামবাসীরা জানিয়েছেন,বড় সাওদা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের যে অর্থ রয়েছে সেগুলি কীভাবে কাদের মধ্যে খরচ হবে এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ। কয়েক মাস আগেও এই দুইপক্ষের মধ্যে গন্ডগোল হয় এবং বোমাবাজিও হয়েছিল। সেই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়। একইভাবে গতকাল রাতে নানুরের এই এলাকায় ফের গোষ্ঠী সংঘর্ষ হয়।

ঘটনার পর এলাকায় যায় নানুর থানার পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে চলছে টহলদারি।যদিও তৃণমূল নেতৃত্ব একে গোষ্ঠী সংঘর্ষ বলে মানতে নারাজ।তাঁদের বক্তব্য,পারিবারিক সমস্যাকে কেন্দ্র করেই এই সংঘর্ষ।এখানে রাজনৈতিক দলের কোনও সম্পর্ক বা গোষ্ঠীর কোনও সম্পর্ক নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here