নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
দুই গোষ্ঠীর বিবাদকে ঘিরে অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে, রাস্তার কাজের কাটমানিকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে মালদহের হরিশ্চন্দ্রপুর।
কাটমানি না পেয়ে জেলা পরিষদ সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা আমিনুল হক, তার ছেলে ও ঠিকাদারের লোকজনকে আটক করে মারধরের অভিযোগ উঠেছে।
হরিশ্চন্দ্রপুর-২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবির দেওর দলবল নিয়ে তাদের মারধর করেন বলে অভিযোগ। পাল্টা পঞ্চায়েত সমিতির সভাপতিকে রাস্তায় আটকে গাড়ি ভাঙচুর করে মারধরের অভিযোগ উঠেছে। সভাপতি জুবেদা বিবিকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, শিশাতলা থেকে কুমেদপুর পর্যন্ত সাত কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য আট কোটি টাকা বরাদ্দ হয়েছে। হরিশ্চন্দ্রপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী আসরাফুল হক বরাদ্দ অর্থের কমিশন দিতে হবে বলে দাবি করেন।
আরও পড়ুনঃ বিজেপিতে যোগদানের হিড়িক, মানতে নারাজ তৃণমূল
রাজি না হওয়ায় আমিনুল, তার ছেলে ও ঠিকাদারকে আটকে মারধর করা হয় বলে অভিযোগ। ওই ঘটনার পর বৃহস্পতিবার বিকালে ব্লক অফিস থেকে বাড়ি ফিরছিলেন আসরাফুলের স্ত্রী জুবেদা বিবি। রাস্তায় গাড়ি আটকে গুলি চালানো হয় বলে অভিযোগ।
দলের জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর বলেন, কি হয়েছে খোঁজ নিয়ে দেখছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584